Card image cap
বাংলিশ এ বাংলা লেখা
Ashraful Haque - 08 Jun 2011

এখানে বাংলা লেখা যায় বাংলিশ পদ্ধতিতে বা ফোনেটিক পদ্ধতিতে। তবে মনে রাখতে হবে যে, এর আগে বাংলা লেখার পদ্ধতি সক্রিয় করতে হবে। বন্ধ করতে ডান এবং বাম এর ছোট ছোট ঘর বন্ধ পাতা দেখুন। আর সক্রিয় থাকা অবস্থায় যদি ইংলিশ লিখতে চান তাহলে তে ক্লিক করে আথবা ctrl+m চাপ দিয়ে বন্ধ করতে পারেন।

ধরুন আপনি লিখতে চান সবজান্তা, তাহলে টিপে করুন shobjanta অথবা shobjanta. লেখার পর যদি আপনার মন মত শব্দ না হয় তাহলে ওই লেখার উপর ক্লিক করলে আপনার প্রয়োজন মত বিভিন্ন রকমের শব্দের লিস্ট দেখাবে। ঐখান থেকে বেছে নিন , লিস্ট এ না থাকলে এডিট এ ক্লিক করে আপনার পছন্দের শব্দ লিখুন।  কিছু নিচে দিলাম

একক অক্ষর ai = ঐ ,T = টি, t = ত্‍, E = ।  

একাধিক অক্ষর Ta=টা , tushar=তুষার।

যদি নম্বর বা সংখা লিখতে চান তাহলে এংরেসি নাম্বার এর উপর ক্লিক করে মেনু থেকে নির্বাচন করুন। যেমন

2009 এর উপর ক্লিক করে ২০০৯ করুন ।

কোন কিছু লিখতে না পারলে মন্তব্য ঘরে আপনার সমস্যা লিখুন।

Card image cap
ধাপে ধাপে অটোক্যাড
Ashraful Haque - 08 Jun 2011

১ আগষ্ট থেকে ছাপা হবে অটোক্যাড টিউটোরিয়াল বা ধাপে ধাপে অটোক্যাড। 

আপনাদের মন্তব্য, প্রশ্ন, আগ্রহ, পরামর্শ  ইত্যাদি নিচের মন্তব্য ঘরে দেওয়ার জন্য অনুরোধ করছি।

Card image cap
বস্তুর একক ওজন
engr.tushar - 05 Jun 2011
নামপরিমানএকক
এলুমিনিয়াম১৭১পাউন্ড/ঘনফুট
কস্ট আয়রন বা কাছ লোহা৪৫০পাউন্ড/ঘনফুট
সিমেন্ট৯৪পাউন্ড/ঘনফুট
কংক্রিট১৫০পাউন্ড/ঘনফুট
পাথর গুড়া২৫০০পাউন্ড/ঘনগজ
গ্রবেল ২৭০০পাউন্ড/ঘনগজ
জিপসাম বা প্লাসটার  বোর্ড  
৩/৮ ই১.৫৬পাউন্ড/বর্গফুট
১/২ ইঞ্চ২.০৮পাউন্ড/বর্গফুট
৫/৮ ইঞ্চ২.৬পাউন্ড/বর্গফুট
ইনসুলেশন  
মিনারেল ফাইবারপাউন্ড/ঘনফুট
প্লাস্টিট উপাদান১.৫-১.৮পাউন্ড/ঘনফুট
পলিউইরোথিন  
১.৫পাউন্ড/ঘনফুট
Vermiculite
৪০পাউন্ড/ঘনফুট
চুনা পাথর১৭১পাউন্ড/ঘনফুট
চেরা কাঠ(@ ৩৫ পাউন্ড/ঘনফুট, Douglas Fir)  
২X৪ ১.২৮পাউন্ড/ফুট
২X৬ পাউন্ড/ফুট
২X৮ ২.৬৪পাউন্ড/ফুট
২X১০ ৩.৩৭পাউন্ড/ফুট
২X১২ ৪.১পাউন্ড/ফুট
৪X৪ ২.৯৮পাউন্ড/ফুট
৬X৬ ৭.৩৫পাউন্ড/ফুট
৬X৮ ১০.০৩পাউন্ড/ফুট
দেয়াল  
৪ ইঞ্চি ইট
৪২পাউন্ড/বর্গফুট
৮ ইঞ্চ কংক্রিট
৫৫পাউন্ড/বর্গফুট
১২ ইঞ্চ  কংক্রিট  ব্লক 
৮০পাউন্ড/বর্গফুট
প্লাইউড  
১/৪ ইঞ্চ 
০.৭১পাউন্ড/বর্গফুট
৩/৮ ইঞ্চ 
১.০৬পাউন্ড/বর্গফুট
১/২ ইঞ্চ 
১.৪২পাউন্ড/বর্গফুট
৫/৮ ইঞ্চ  ১.৭৭পাউন্ড/বর্গফুট
৩/৪ ইঞ্চ  ২.১৩পাউন্ড/বর্গফুট
ছাদ  
আসফল্ট  সিংগাগেল্স
পাউন্ড/বর্গফুট
১/৪ ইঞ্চ শিংগেল্‌স১০পাউন্ড/বর্গফুট
এলুমিনিয়াম (২৬ গেজ) ০.৩পাউন্ড/বর্গফুট
স্টিল (২৯ গেজ) ০.৮পাউন্ড/বর্গফুট
Built-up ৩ ply & gravel ৫.৫পাউন্ড/বর্গফুট
বালি  
নদি বা সুমুদ্রের পানি২৫০০পাউন্ড/ঘনগজ
পাহারের পানি২৭০০পাউন্ড/ঘনগজ
স্টিল৪৯০পাউন্ড/ঘনফুট
খরকুটা৮/১৪/২০১১পাউন্ড/ঘনফুট
আস্ত ভুট্টা৪৫পাউন্ড/ঘনফুট
ছোলা ভুট্টা২৮পাউন্ড/ঘনফুট
খাদ্য বা শস্যকণা৩২পাউন্ড/ঘনফুট
প্রোটিন৫০পাউন্ড/ঘনফুট
আলু৪৩পাউন্ড/ঘনফুট
শাক-শবজি ও ফলমুল৩০-৪০ পাউন্ড/ঘনফুট
মাটি২৫০০পাউন্ড/ঘনগজ
সার৬০পাউন্ড/ঘনফুট
পানি৬২.৪পাউন্ড/ঘনফুট

Card image cap
রঙ এর প্রকারভেদ
engr.tushar - 05 Jun 2011

রঙ বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এক কয়েকটি ভাগে ভাগ করা যায়। নিচে এইসকল ভাগ নিয়ে আলোচনা করা হল।

১। বাইন্ডার এর উপর ভিত্তি করে

 • তৈল রঙ
 • সেলূলস বা কাষ্ঠতন্তু রঙ
 • ওয়াটার বেইজ রঙ
 • বিভিন্ন ধরনের রঙ

২। ব্যবহারিক কাজের উপর ভিত্তি করে

 • সাধারণ রঙ
 • এসিড এবং ক্ষার প্রতিরোধক রঙ
 • অগ্নি প্রতিরোধক রঙ
 • ছত্রাকানাশক রঙ
 • ইত্যাদি  বিভিন্ন কাজের উপর ভিত্তি করে

৩। প্রচলিত বিভিন্ন ধরনের রঙ

 • অ্যালুমিনিয়াম
 • ক্ষয় প্রতিরোধক
 • আসবেস্টস
 • বিটুমিনাস
 • ব্রঞ্জে
 • প্রোটিন বা কাসেইন
 • সেল্লুলস
 • সিমেন্ট বেইজ
 • কল্লইডল
 • এমালসন
 • এনামেল
 • গ্রাফাইট
 • তৈল
 • প্লাস্টিক
 • সিলিকাতে
 • সিংথেটিক রাবার
 • ওয়েদার কোট
 • এপোক্সী
 • ইত্যাদি


Card image cap
ডান এবং বাম এর ছোট ছোট ঘর বন্ধ
Ashraful Haque - 03 Jun 2011

ডান এবং বাম এর ছোট ছোট ঘর গুলোকে ব্লক বলা হয়। এর মধ্যে কিছু কিছু ঘর আপনি চাইলে বন্ধ করতে পারেন।

1। উপরের মেনু থেকে আমার অ্যাকাউন্ট এ ক্লিক করুন

২। এবার সম্পাদন এ ক্লিক করুন

৩। নিচের দিকে নিজস্ব ব্লক নামে একটি অংশ আছে

৪। এইখান থেকে প্রয়োজনীয় ব্লক বন্ধ বা চালু করতে পারেন

Card image cap
ভবনের ফাটল নিয়ে কিছু কথা
engr.tushar - 03 Jun 2011

“আমার ভবনের কয়েকটি জায়গায় ক্র্যাক দেখা দিয়েছে। কি করি বলুন তো? আচ্ছা ক্র্যাক কেন হয়?” এরকম প্রশ্ন প্রকৌশলীদেরকে প্রায়ই শুনতে হয়। এই প্রশ্ন করাটা যেমন সহজ কিন্তু এর উত্তর দেওয়াটা তেমনি কঠিন। ইংরেজিতে ক্র্যাক (Crack) শব্দের বাংলায় অর্থ করলে দাঁড়ায় ‘ফাটল বা চিড়’। আর এই ক্র্যাক যদি কোন ভবনে দেখা দেয় তাহলে মাথা ফাটাফাটি থেকে শুরু করে সম্পর্কের চিড়ও ধরতে দেখা  যায়। বাড়ির মালিক এবং প্রকৌশলীদের তখন ঘুম হারাম হবার যোগার। আসলে যেকোন ভবনেই বিভিন্ন ধরনের ফাটল দেখা দিতে পারে। তবে সব ফাটল দেখেই দুশ্চিন্তায় পড়বার কোন কারণ নেই। ফাটল টা দেখে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন এটা আসলে কোন ধরণের ফাটল।

 ফাটল সাধারণত দুই ধরণের হতে পারেঃ ১) কাঠামোগত ফাটল, ২) অকাঠামোগত ফাটল।

১) কাঠামোগত ফাটলঃ

যদি কোন ভবনের বীম, কলাম, ছাদ কিংবা কঙ্ক্রীট দেওয়ালের মধ্যে ফাটল দেখা দেয়  তাকে প্রকৌশলীরা কাঠামোগত ফাটল (Structural Cracks) বলে থাকেন। এই ধরণের ফাটল যেকোন ভবনের জন্য ঝুকির কারন।  প্রকৌশলীরা সাধারণত কাঠামগত ফাটলের জন্য  ক) নকশাজনিত ত্রুটি ও খ) নির্মানজনিত ত্রুটি এই দুই ধরণের কারনগুলো কে দায়ী করে থাকেন। নিচে এই ত্রুটিদ্বয়ের বিস্তারিত ব্যাখ্যা দেয়া হলঃ

ক) নকশাজনিত ত্রুটিঃ

 • স্থপতি যে নকশা প্রণয়ন করেছেন কাঠামো প্রকৌশলী সেটিকে সঠিকভাবে মুল্যায়ন করে ভবনের কাঠামোগত আচরণ যদি বুঝতে না  পারেন।  ভবনের উপর আগত লোড ধরার ক্ষেত্রে ত্রুটি, সঠিকভাবে পার্শ্বিয় লোড (যেমনঃ বাতাস, ভুমিকম্প) ধরার ক্ষেত্রে ত্রুটি এবং ভবনটি কি কাজে ব্যবহৃত হবে সে সম্পর্কে ধারণা না থাকলে ভবনটিকে সঠিকভাবে মুল্যায়ন করে কাঠামোগত নকশা প্রণয়ন করা সম্ভব হয়না । অনেকসময় দেখা যায় যে, বাড়ির মালিক প্রকৌশলী বা স্থপতি কে ভবনের ব্যবহারের বিষয়টি একভাবে বলছেন আর বাস্তবে ব্যবহার করছেন আরেক ভাবে। যেমন বাড়ির মালিক হয়ত ভবনের নকশা প্রণয়নের সময় বলেছেন যে, ভবনটি বাসাবাড়িতে মানুষ থাকার জন্য ব্যবহৃত হবে কিন্তু বাস্তবে দেখা গেল ভবনটি গার্মেন্টস, ব্যাংক বা অফিসের কাজে ভাড়া দিয়ে দিচ্ছেন। এই সমস্ত ত্রুটির কারনে অতিরিক্ত লোড বীম-কলাম কে বহন করতে হয়। ফলে বীমের মধ্যে ফ্লেক্সারাল ক্র্যাক বা সিয়ার ক্র্যাক এবং কলামের মধ্যে বাঁকলিং জনিত ক্র্যাক দেখা দেয়।
 • ভবনের ফিনিশিং কাজ করার সময় বাড়ির মালিক দামী-দামী টাইলস, বাথরুম বা কিচেনের স্যানিটারি মালামাল এবং ইলেক্ট্রিক্যাল সুইচ-সকেট ব্যবহার করেন। কিন্তু বাড়ি তৈরী করার আগে যে মাটি পরীক্ষা করা প্রয়োজন সেদিকে নজর দেন না। যে মাটির উপর এত বিশাল ভবনটি দাড়িয়ে থাকবে সেই মাটি পরীক্ষা করতে যে অর্থের প্রয়োজন তা ভবনের নির্মান খরচের তুলনায় খুবই কম। কিন্তু এই পরীক্ষার ফলাফলটি যদি হাতে না থাকে বা পরীক্ষাটি যদি সঠিক জায়গা থেকে না করা হয়ে থাকে তাহলে মাটির বিয়ারিং ক্যাপাসিটি, সেটেলমেন্ট এবং অন্যান্য গুনাগুন সম্পর্কে ধারনা করতে পারা যায় না। সুতরাং সেই ভবনটিতে সঠিক ভিত্তি-প্রস্তরের পদ্ধতি অনুসরণ করা সম্ভব হয় না। ফলে মাটি উক্ত ভবনের চাপ সহ্য করতে না পেরে নিচে দেবে যেতে পারে। এতে করে ভবনে ফাটল দেখা দিতে পারে।

 

 • ভবনের বীম, কলাম, ছাদ কিংবা কঙ্ক্রীট দেওয়ালের মধ্যে ব্যাবহৃত রডের ডিটেইলিং ঠিকমত না করলে ভুমিকম্প বা বাতাসের জন্য সৃষ্ট অতিরিক্ত লোডের কারনে ভবনের ফাটল দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায়, স্থপতি বা বাড়ির মালিক ভবনের স্ট্রাকচারাল নকশা প্রণয়নের সময় ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্লাব- এ নকশাটি প্রণয়ন করার জন্য এবং চিকন সাইজের কলাম দেয়ার জন্য প্রকৌশলীকে চাপ প্রয়োগ করতে থাকেন। কিন্তু বাংলাদেশের বিল্ডিং কোডে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে, ভুমিকম্পপ্রবন এলাকাতে বীম-কলাম পদ্ধতি অনুসরণ করা উচিত এবং সেই কলামের সর্বনিম্ন মাপ হবে ১২ ইঞ্চি। কাঠামো প্রকৌশলী যদি তার বিল্ডিং কোডের বাইরে কিছু না করতে চান, তখন দেখা যায় বাড়ির মালিক অন্য কোন প্রকৌশলী কে দিয়ে নকশা প্রণয়ন করিয়ে থাকেন। এটি নৈতিকতার প্রশ্নের সাথে জড়িত। সব পেশায় নৈতিক ও অনৈতিক বিষয়টি আছে। সুতরাং নৈতিকতার প্রশ্নে আপোস করলে অর্থ্যাৎ বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ না করলে ভবনে কোন না কোন সময় ফাটল সৃষ্টি হতে পারে।
 • 'অমুক ইঞ্জিনিয়ার ছয় তলা বিল্ডিং এত টন রড দিয়ে ডিজাইন করেছে আপনিও এই ভবনটি এত টন রড দিয়ে ডিজাইন করে দেন। অমুক ইঞ্জিনিয়ার আরেকটি ছয়তলা বিল্ডিং এর জন্য পাইল দেয় নাই আপনি এতটুকু বিল্ডিং এর জন্য পাইল দিলেন।', অনেকসময় প্রকৌশলীদের এইসব কথা শুনতে হয়। মানুষের হাতের রেখা যেমন ভিন্ন ভিন্ন তেমনি বিভিন্ন জায়গাতে নির্মিত বিভিন্ন ধরনের ভবন ও মাটি ভিন্ন ভিন্ন। সুতরাং একটি ভবন এর সাথে অন্য ভবন এর তুলনা পুরোপুরি চলে না। বিল্ডিং কোডের নিয়মানুযায়ী ব্যালেন্সড স্টীল রেশিও বা রডের সাম্যতার অনুপাতের বেশি রড ব্যবহার করা ঠিক নয়। সুতরাং প্রকৌশলীগণ সাধারণত বেশি পরিমাণ রড ব্যবহার করতে চায় না। কিন্তু লোডের কারণে কোন বীমের ডিফ্লেকশন বা কলামের বাকলিং ঠেকানোর জন্য তার সাইজ বাড়ানোর প্রয়োজন হয়। স্থাপত্যের কারণের যদি সাইজ না বাড়িয়ে রডের পরিমান বাড়ানো হয় তবে সেটার কারণে ডিফ্লেকশন কমানো সম্ভব হবে না। ফলে ভবনে ফাটল ধরতে পারে।
 •  বীম ও ছাদের সংযোগস্থলে ছাদের মধ্যে কর্ণার রড ব্যাবহার না করলে ছাদে টরশোন জনিত মোমেন্ট সৃষ্টি হয়। যার কারনে ছাদে ফাটল দেখা দেয়।

 

খ) নির্মানজনিত ত্রুটি:

 • নির্মানজনিত ত্রুটির কারনেও অনেক সময় ভবনে ফাটল দেখা দেয়। যেমনঃ ক) বীম ও কলামের সংযোগস্থলে যদি রডের পরিমান বেশী থাকে তাহলে অনেক সময় কঙ্ক্রীট ভিতরে প্রবেশ করতে পারেনা, খ)  ছাদে-বীমে-কলামে যদি রডের  ক্লিয়ার কভার কম হয় তাহলে বাতাসে জলীয় বাষ্প বা মাটির অভ্যন্তরের পানি আস্তে আস্তে কঙ্ক্রীটের ভিতর ঢুকে রডে মরিচা ধরতে সাহায্য করে, গ) কঙ্ক্রীটে যদি ব্লিডিং বা সেগ্রেগেশন হয় তাহলে কঙ্ক্রীটের সিমেন্ট-বালি ও খোয়া আলাদা হয়ে যায়।  এই সমস্ত কারণে কাঠামোতে ফাটল দেখা দিতে পারে।
 • কোন ভবনের ঠিক পাশে যদি ভিত্তি তলের নিচ পর্যন্ত  বেজমেন্ট নির্মানের জন্য মাটি কাটা হয়, তাহলে ওই ভবনের ভিত্তি তলের নিচ হতে মাটিসহ পানি চুইয়ে চুইয়ে বের হয়ে বেজমেন্টের জন্য নির্মিত গর্তের ভিতর চলে আসে।  এতে অনেক সময় ডিফারেনশিয়াল সেটেলমেন্টের কারনে বীম/কলামে অতিরিক্ত মোমেন্ট/সিয়ারের সৃষ্টি হয় ফলে ভবনে ফাটল দেখা দেয়।

 

 • ভবনের আশেপাশে বড় বড় গাছ-পালা থাকলে ওই গাছের শিকড়ের বৃদ্ধির কারনে মাটির প্রকৃতি পরিবর্তন হয় এবং ভবনের ভিত্তিতে অতিরিক্ত লোড আসে ফলে ভবনে ফাটল দেখা দেয়।
 • বিল্ডিং কোডের নিয়মানুযায়ী কঙ্ক্রীটের যে শক্তি ধরে ডিজাইন করা হয়েছে তার সাথে প্রায় ১২০০ পি এস আই যোগ করে কঙ্ক্রীটের মিক্স ডিজাইন করতে হয়। কিন্তু দেখা যায় অনেকসময় সঠিক তদারকির অভাবের কারণে এটি প্রকৌশলী বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজর এড়িয়ে গেছে। পানি কঙ্ক্রীটের সবচেয়ে বড় বন্ধু আবার সবচেয়ে বড় শত্রু। পানির ব্যবহার কম হলে কঙ্ক্রীটের ভিতরে তাপউদ্গারী বিক্রিয়াটি হবে না ফলে কঙ্ক্রীটের শক্তিনাশ হয়। অন্যদিকে পানি বেশি হলে কঙ্ক্রীটের শক্তি মুহুর্তের ভিতরে কমে যায়।  এই সমস্ত কম শক্তিসম্পন্ন কঙ্ক্রীট দিয়ে ঢালাই এর কারণে ভবনে ফাটল দেখা দিতে পারে। 
 • কঙ্ক্রীটের সাটারিং খোলার একটি সুনির্দিষ্ট নিয়ম আছে। কাজের চাপের কারণে সাটারিং যদি নিয়মের আগেই খোলা হয় তখন কংক্রীট পূর্ণশক্তি অর্জনের আগেই তার উপর লোড চলে আসে। যার কারণে কঙ্ক্রীটে ফাটল দেখা দেয়।
 • সঠিক পরিমান কিউরিং এর অভাবে কলাম বা বীম বা ছাদের কঙ্ক্রীটে পর্যাপ্ত শক্তি আসেনা। এই বিষয়টির দিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া প্রয়োজন।
 • কঙ্ক্রীট ঢালাই করবার সময় যদি ঠিকমত ভাইব্রটিং না করা হয় তাহলে ওই কঙ্ক্রীটের মাঝে ফাকা কিছু অংশ থাকে যাকে প্রকৌশলীগণ হানি-কম্ব কঙ্ক্রীট বলে থাকেন। এই ধরনের হানি-কম্ব কঙ্ক্রীট এর কারণে ভবনে ফাটল দেখা দেয়।
 • কঙ্ক্রীট ঢালাই এর জন্য প্রধান উপাদান হলঃ সিমেন্ট, বালি, খোয়া এবং পানি। এর কোনটির যদি গুনগতমান খারাপ থাকে তাহলে সেই উপাদান দিয়ে তৈরী কঙ্ক্রীট কখনও ভাল শক্তিসম্পন্ন হতে পারে না।  

২) অকাঠামোগত ফাটলঃ

ভবনের ইটের দেয়াল বা প্লাস্টারে একধরনের ফাটল দেখা দেয় যা ঐ দেয়ালের একপাশে বোঝা যাচ্ছে অন্য পাশে নেই। এই ধরনের ফাটল কে অকাঠামোগত ফাটল বলা হয়ে থাকে।  এতে তেমন দুশ্চিন্তা করার কারণ নেই। একটু সতর্ক থাকলেই এ ধরণের ফাটল থেকে আমরা মুক্তি পেতে পারি। দেয়ালের গাথনীর আগে ইটকে ভাল ভাবে ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে, ইটের দেয়াল গাথুনী শেষ হলে বা প্লাষ্টার করার পর ভালভাবে কিউরিং করলে এই ধরণের ফাটল কম আসবে। এছাড়া দেখা যায় কঙ্ক্রীট আর ইটের দেয়ালের সংযোগস্থলে যদি ষ্টিলের তারের নেট ব্যবহার করলে এই সংযোগস্থলে ফাটল আসার সম্ভাবণা কমে যাবে।

ফাটল যাই হোক না কেন সেটি ভবনের জন্য ভাল কিছু বয়ে আনেনা। সঠিকভাবে বিল্ডিং কোড মেনে কাজ করতে পারলে এই ফাটলের ঝুকি অনেক কমে আসবে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় সিটি করপোরেশন বা পৌরসভা তে পর্যাপ্ত প্রকৌশলী না থাকার কারণে শুধুমাত্র স্থাপত্য নকশাটি দেখে ভবনটির ছাড়পত্র দেয়া হয়। এতে করে ভবনটি সঠিক জায়গায়-সঠিক মাপে-সঠিক উচ্চতায় তৈরী হচ্ছে ঠিকই কিন্তু কাঠামোগত-স্যানিটারিগত-আগুন সঙ্ক্রান্ত-ইলেক্ট্রিক্যালজনিত-নির্মাণজনিত ঝুকি থেকেই যাচ্ছে। একজন প্রকৌশলীর তার হিসাব নিকাশের কোন না কোন পর্যায়ে ভুল-ভ্রান্তি হতেই পারে তাই স্থাপত্য নকশার মত ঐ সমস্ত নকশাতে মুল্যায়ন ও নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলে ভবনের নিরাপত্তা সর্ব অবস্থায় নিশ্চিত করা সম্ভব হবে।

Card image cap
Vitruvian Man ভিঞ্চি (লিউনার্দো দা ভিঞ্চি) কোড
engr.tushar - 02 Jun 2011

ভিট্রুভিয়ান ম্যান (খৃ:পু: ৮০-১৫) লিয়োনার্দো দা ভিঞ্চির একটি জগত বিখ্যাত ছবি। এটি বিখ্যাত স্থপতি ভিট্রুভিয়াস এর স্থাপত্য দর্শন এর উপর নির্ভর করে আক। ১৪৮৭ সালের দিকে এই ছবি আকেন। আয়াতকার এবং বৃত্তাকার এর মধ্যে দুটি মানুষের শরীরের গঠনচিত্র বসানো হয়েছে। একে অনেক সময় ক্যানন অফ প্রোপরশন বলা হয়। আবার প্রোপরশন অফ ম্যান ও বলা হয়। এই ছবিটি মানুষের শরীরের অনুপাত প্রকাশ করে।

ছবি: ভিট্রুভিয়ান ম্যান

Card image cap
প্লাম্বিং এবং স্যানেটরি সাধারণ জ্ঞান
engr.tushar - 02 Jun 2011

বাথরূম ফিকচার

ফিকচার হিসাবে এমন কিছু ব্যাবহার করতে হবে যা সহজে পরিস্কার করা যায় এবং ব্যাবহার উপযোগী রাখা যায়। এর দাম সাইজ, রঙ, আকৃতি, কী দ্য তৈরি ইত্যাদির উপর নির্ভর করে। সাধারনত সাদা এর চেয়ে রঙিন এর দাম বেশি হয়ে থাকে। আবার বড় হলে তার দাম বেশি হয়। আবার বড় ফিকচার দাম বেশি হওয়ার সাথে সাথে জয়গও বেশি দখল বেশি করে এবং পানির অপচয় বেশি হয়। যার কারণে ফিকচার পছন্দ করার সময় এইগুলি বিবেচনার মধ্যে রাখতে হবে।

নিচে কিছু সাধারণ মাপ-যোগ নিয়ে আলোচনা করা হল।
গোসল পাত্র
বাথ টাব বা গোসল করার পাত্র তিন ধরনের হয়ে থাকে। বিল্ট-ইন,ফায়ার উপর রকহ এবং বেইজ বা পাতটন এর উপর। সকল ক্ষেত্রেই এর আকার ৪ থেকে ৬ ফুট লম্বাটে এবং ২৬ থেকে ৩৬ ইঞ্চি পাশে হয়ে থাকে। সাধারনত উচ্চতা 16 থেকে 22 ইঞ্চি হয়ে থাকে। তবে ৪ ফুটের বর্গকার বাথটাবো পাওয়া যায়।

বিল্ট-ইন টাব বাথরূম এর কোনাতে ব্যাবহার করা হয়। এটি কম যায়গা দখল করে। এর রক্ষণ বেক্ষণ সহজ। তবে যেখানে আদ্রতা কম সেইখানকার  দেওয়াল এর সাথে এটি করা হয়। 

পায়ার উপর বসানো টব এর খরচ তুলনামূলক কম। কিন্তু দেখতে খুব ভাল লাগে না এবং পায়া থাকার কারণে এতে উঠা-নাম কঠিন/বিরক্তকর । সাধারনত এর পাইপগুলি দেখা যায়।

বেইজ এর উপর টব পায়ার মতই তবে এতে কোনও পায়া থাকেন, এর বদলে পাটাটন থাকে। যার করনে এর তলের ফ্লোর দেখা যায়না। 

শাওয়ার বা ঝর্ণা

ঝর্ণার খরচ টাব এর চেয়ে অনেক কম। কম যায়গা দখল করে এবং পানির খরচ কম।

শাওয়ার এর মাথা বা মুখ ৬ ফুট ৬ ইঞ্চি তে থাকে।

স্টল শাওয়ার ৩২ ইঞ্চি থেকে 42 ইঞ্চি বর্গকার ঘর এবং উচ্চতা ৬ থেকে ৭ ফুট হয়ে থাকে। একে অনেক সময় জাকুজি বলা হয়ে থাকে।

শাওয়ার  হেড

শাওয়ার হেড একটু বাকা থাকতে হবে যাতে করে সরাসরি মাথার উপর পানি না পড়ে পাস দিয়ে পড়বে। তিন ধরণে শাওয়ার হেড পাওয়া যায়।

 • রেইন হেড
 • সার্কুলার স্প্রে
 • এচনমী হেড


লাভাটরী

বড় আকারের বেসিনকে বলা হয় লাভাটরী, তিন ধরণে লাভাতরী হয়ে থাকে। 

 1. ওয়াল সংলগ্ন
 2. পেড়েস্তল বা পায়
 3. ক্যাবিনেট

এদের কমন উচ্চতা ৩১ ইঞ্চ তবে বড় পরিবার এর জন্য ৩৪ ইঞ্চি হলে ভাল হয়।

ওয়াটার ক্লোসেট বা কমড:
আমাদের দেশে প্যান এবং কমড উবয়কে কমড বলা হয়। প্যান বলা হয় লো-কমড এবং কমড় বলা হয় হাই কমড। এদের বসানোর পূর্বে অবশই প্রস্তুতকারীর নির্দেশনা দেখতে হবে। কেননা এর উপর নির্ভর করে ছাদের ছিদ্র করতে হবে। পানির লাইন করতে হবে।

টাওয়েল  রড গামছা বা তোয়ালে রাখার জন্য ব্যাবহার করা হয়। ২১ ইঞ্চির নিচে ব্যাবহার করা যাবে না। উচ্ছটা ৪ থেকে ৫ ফুট।
সাবানদানী বা কেইস বেসিন এর কাছে রাখতে হবে এবং উচ্চতা বেসিন এর সমান বা এর থেকে ১ ফুট পর্যন্ত বেশি হতে পারে। .

Card image cap
কোয়ালিটি অ্যাশিওরেন্স
engr.tushar - 31 May 2011

কোয়ালিটি অ্যাশিওরেন্স বলতে বোঝায় প্রতিষ্ঠানের উদ্দেশ্য, সম্পত্তি,ডিজাইন, কর্ম দক্ষতা, ইত্যাদির গুণগত মান রক্ষা করা।

সাধারণ কোয়ালিটি অ্যাশিওরেন্স এ নিচের বিষয়গুলি থাকে:

১। প্রকল টীম এবং কোয়ালিটি অ্যাশিওরেন্স বিভাগ এর গঠনতন্ত্র
২। বিভিন্ন ব্যক্তির দ্বায়িত্ব এবং ক্ষমতা
৩। সমকক্ষ ব্যক্তিদের নির্বাচন করা
৪। গুণগত মান এবং প্রোগ্রাম
৫। গুণগত সম্পর্কিত শিক্ষা এবং এর সচেতনতা
৬। প্রশিক্ষণ Training
৭। এর জন্য এমআইএস তৈরি করা
৮। কারিগরী পার্থক্য এবং বিতর্কের পুন:সমাধান
৯।  ম্যানুয়াল বা সহায়িকা তৈরি করা এবং নিরীক্ষার তালিকা তৈরি করা।
১০। ভেন্ডর বা বিক্রেতা যাচাই পদ্ধতি
১১। ভেন্ডর পাহাড় দেওয়ার পদ্ধতি

সাইটে কোয়ালিটি অ্যাশিওরেন্স সংঘ

একজন মান নিয়ন্ত্রক প্রকৌশলী সাইটে সবসময় থাকা উচিত। তার প্রধান ৪ টি কাজ হল :

 • মাত্রা এবং সুনির্দিষ্ট বিবরণ নির্ধারন করা
 • উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মেটিরিয়াল, কর্মপদ্ধতি এবং ফলাফল মূল্যায়ন করা।
 • এর ফলে যদি সুফর্ল না আসে তার কারণ অনুসন্ধান করা
 • মানদন্ড এবং উপাদানের ধর্ম পরিকল্পনার উন্নতি সাধন

একজন মাননিযংত্রক প্রকৌশলীর নিচের কাজগুলি করতে হয়।

স্পেসিফিকেশন এর উন্নয়ন
প্রকল্প পরিকল্পকের সাথে পারস্পরিক সম্পর্ক
নির্ভরতা এবং উন্নয়ন পরীক্ষা
পদ্ধতি সক্ষমতা অধ্যয়ন
মেটিরিয়াল এর মান নিয়ন্ত্রণ
বিক্রেতা মান নিয়ন্ত্রণ এবং উন্নয়ন
নির্মাণ পদ্ধতির নিয়ন্ত্রণের জন্য মানসম্মত পরিকল্পনা
নির্মাণের সময় পরিদর্শন এবং পরীক্ষাকরণ।
প্রকৌশলীদের সাথে পারস্পরিক সম্পর্ক

Card image cap
কিছু সিভিল ইঞ্জিনিয়ার উদ্ধৃতি
engr.tushar - 29 May 2011

A common mistake that people make when trying to design something completely foolproof is to underestimate the ingenuity of complete fools.
- Douglas Adams

*************************************************************

Aeroplanes are not designed by science, but by art in spite of some pretence and humbug to the contrary. I do not mean to suggest that engineering can do without science, on the contrary, it stands on scientific foundations, but there is a big gap between scientific research and the engineering product which has to be bridged by the art of the engineer.
- British Engineer to the Royal Aeronautical Society, 1922.

*************************************************************

A good scientist is a person with original ideas. A good engineer is a person who makes a design that works with as few original ideas as possible
- Freeman Dyson

*************************************************************

A great bridge is a great monument which should serve to make known the splendour and genius of a nation; one should not occupy oneself with efforts to perfect it architecturally, for taste is always susceptible to change, but to conserve always in its form and decoration the character of solidity which is proper.
- Jean Peronnet

*************************************************************

An engineer is someone who is good with figures, but doesn’t have the personality of an accountant.
- An Arts graduate’s view of engineers

*************************************************************

Architects and engineers are among the most fortunate of men since they build their own monuments with public consent, public approval and often public money.
- John Prebble

*************************************************************

A theory may be so rich in descriptive possibilities that it can be made to fit any data.
- Phillip Johnson-Laird

*************************************************************

Engineering is the art of modelling materials we do not wholly understand, into shapes we cannot precisely analyse so as to withstand forces we cannot properly assess, in such a way that the public has no reason to suspect the extent of our ignorance.
- Dr AR Dykes

*************************************************************

Engineering problems are under-defined, there are many solutions, good, bad and indifferent. The art is to arrive at a good solution. This is a creative activity, involving imagination, intuition and deliberate choice.
- Ove Arup

*************************************************************

Engineering refers to the practice of organizing the design and construction [and, I would add operation] of any artifice which transforms the physical world around us to meet some recognized need.
- GFC Rogers

*************************************************************

Engineers … are not mere technicians and should not approve or lend their name to any project that does not promise to be beneficent to man and the advancement of civilization
- John Fowler

*************************************************************

Engineers … are not superhuman. They make mistakes in their assumptions, in their calculations, in their conclusions. That they make mistakes is forgivable; that they catch them is imperative. Thus it is the essence of modern engineering not only to be able to check one’s own work but also to have one’s work checked and to be able to check the work of others.
- Henry Petroski

*************************************************************

Experience serves not only to confirm theory, but differs from it without disturbing it, it leads to new truths which theory only has not been able to reach.
- Dalembert

*************************************************************

From the laying out of a line of a tunnel to its final completion, the work may be either a series of experiments made at the expense of the proprietors of the project, or a series of judicious applications of the results of previous experience.
- HS Drinker

*************************************************************

Go for civil engineering, because civil engineering is the branch of engineering which teaches you the most about managing people. Managing people is a skill which is very, very useful and applies almost regardless of what you do.
- Sir John Harvey Jones

*************************************************************

He … insists that no mathematical formula, however exact it may appear to be, can be of greater accuracy than the assumptions on which it is based, and he draws the conclusion that experience still remains the great teacher and final judge.
- James Kip Finch

*************************************************************

He was living like an engineer in a mechanical world. No wonder he had become dry as a stone.
- Simone de Beauvoir

*************************************************************

His father loved him dearly, but his work, that of a civil engineer, had left him with but little time for his family. Energetic, active, and always taken up with some responsible work, he did not spoil his children with excessive tenderness.
- Mme Estafavia

*************************************************************

I am an old man now, and when I die and go to Heaven there are two matters on which I hope for enlightement. One is quantum electrodynamics and the other is the turbulent motion of fluids. And about the former I am rather more optimistic.
- Sir Horace Lamb

*************************************************************

Improvement makes strait roads: but the crooked roads without Improvement are roads of Genius.
- William Blake

*************************************************************

In practical work he can be ingenious with regard to modifying apparatus; he uses engineering rather than imagination.
- Head Teacher’s reference for a student applying to University

*************************************************************

It takes an engineer to undertake the training of an engineer and not, as often happens, a theoretical engineer who is clever on a blackboard with mathematical formulae but useless as far as production is concerned.
- The Rev EB Evans

*************************************************************

Let him not be grasping nor have his mind preoccupied with … receiving perquisites, but let him with dignity keep up his position by establishing a good reputation. No work can be rightly done without honesty and incorruptibility.
- Vitruvius

*************************************************************

Men build bridges and throw railroads across deserts, and yet they contend successfully that the job of sewing on a button is beyond them. Accordingly, they don’t have to sew buttons.
- Heywood Broun

*************************************************************

No greater care is required upon any works than upon such as are to withstand the action of water; for this reason, all parts of the work need to be done exactly according to the rules of the art which all workmen know, but few observe.
- Sextus Julius Frontinus

*************************************************************

Nor aught availed him now
To have built in heaven high towers; nor did he scape
By all his engines, but was headlong sent
With his industrious crew to build in hell.
- John Milton

*************************************************************

Nothing can be of great worth or holy which is the work of builders and mechanics.
- Zeno, Stoic Philosopher

*************************************************************

Nothing is so inspiring as seeing big works well laid out and planned and a real engineering organisation.
- Frederick Handley Page

*************************************************************

One has to watch out for engineers – they begin with the sewing machine and end up with the atomic bomb.
- Marcel Pagnol

*************************************************************

Phases of a Project:
1 — Exultation
2 — Disenchantment
3 — Search for the Guilty
4 — Punishment of the Innocent
5 — Praise for the Uninvolved
- Anon

*************************************************************

The joy of engineering is to find a straight line on a double logarithmic diagram.
- Thomas Koenig

*************************************************************

The major difference between a thing that might go wrong and a thing that cannot possibly go wrong is that when a thing that cannot possibly go wrong goes wrong, it usually turns out to be impossible to get at and repair.
- Douglas Adams

*************************************************************

There can be little doubt that in many ways the story of bridge building is the story of civilisation. By it we can readily measure an important part of a people’s progress.
- Franklin D Roosevelt

*************************************************************

Therefore O students study mathematics and do not build without foundations.
- Leonardo Da Vinci

*************************************************************

…as for earthquakes, though they were still formidable, they were so interesting that men of science could hardly regret them.
- Bertrand Russell

*************************************************************

This is not the age of pamphleteers. It is the age of engineers. The spark-gap is mightier than the pen. Democracy will not be salvaged by men who talk fluently, debate forcefully and quote aptly.
- Lancelot Hogben

*************************************************************

We shape our buildings, thereafter they shape us.
- Winston Churchill

*************************************************************

When engineers and quantity surveyors discuss aesthetics and architects study what cranes do we are on the right road.
- Ove Arup

*************************************************************

You have been found guilty of indulging in unnatural practices under one of London’s most beautiful bridges.
- Judge reprimanding prisoner before sentence
Urban myth at the Bar

*************************************************************

Card image cap
অনলাইন এ বীম এবং কলাম ডিজাইন
engr.tushar - 28 May 2011

http://webstructural.com/ এই ওয়েব সাইট এর মাধ্যমে সহজেই বীম এবং কলাম ডিজাইন করা যায়।

কাঠ এবং স্টীল এর কলাম আপাতত করা যায়। আর সি সি এখনো করা যায় না। ওয়েব সাইটটি ভাল লেগেছে আমার। আশা করি আপনাদের-ও ভাল লাগবে।

কানেকশন ডিজাইনও  করা যায়।

Card image cap
বাংলা অভিধান
engr.tushar - 28 May 2011

ইংলিশ থেকে বাংলা অভিধান এর একটি নতুন সাইট হয়েছে। এই ডিক্শনারি অনেক দ্রুত এবং কোনও বিজ্ঞাপন নাই।  সকল শব্দই এইখানে পাওয়া যায়। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। তবে খুব তাড়াতাড়ি প্রকৌশলী দের জন্য ডিকশনারি করার ইচ্ছা আছে need4engineer.com এ। 

ইংলিশ থেকে বাংলা করার এই সাইট টি হল

http://www.shobjanta.com/bddic/

সবাইকে ধন্যবাদ