সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

জেনে নিন মিনিমাম পুরুত্ব (ডিফ্লেকশন হিসাব না করা হলে)

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 37408

ওয়ান ওয়ে স্ল্যাব

১. সিম্পলী সাপোর্ট =  স্প্যান / ২০

২. একদিকে কন্টিনিউয়াস =  স্প্যান / ২৪

৩. দুই দিকেই কন্টিনিউয়াস =  স্প্যান / ২৮

৩. ক্যান্টিলিভার =  স্প্যান / ১০

 

বীম

১. সিম্পলী সাপোর্ট =  স্প্যান / ১৬

২. একদিকে কন্টিনিউয়াস =  স্প্যান / ১৮.৫

৩. দুই দিকেই কন্টিনিউয়াস =  স্প্যান / ২১

৩. ক্যান্টিলিভার =  স্প্যান / ৮

 

উল্লেখ্য :

উপরের হিসাবে ধরা হয়েছে যে কংক্রিট সাধারণ ওজনের কংক্রিট ১৪৫ পাউন্ড/ঘণফুট এবং রিবার ৬০ গ্রেড

ক) যদি লাইট-কংক্রিট হয় ( ৯০-১১৫ পাউন্ড/ঘণফুট) তাহলে উপরের সুত্র থেকে প্রাপ্ত পুরুত্বকে (১.৬৫-০.০০৫ X কংক্রিট একক ওজন) দিয়ে গুণ করতে হবে। 

তবে গুণ করার এই ফ্যাক্ট ১.০৯ এর নিচে হতে পারবে না। কংক্রিট এর একক ওজন ৯০ থেকে ১১৫ এর মধ্যে।

খ) যদি রিবার গ্রেড ৬০ থেকে অন্য হয় তাহলে (০.৪+ রিবার পি.এস.আই/১০০,০০০)

 

উদাহরণ:

বীমের স্প্যাণ ৩৭ ফুট, কংক্রিট এর একক ওজন ১১০ এবং একদিকে কন্টিনিউয়াস। রিবার ব্যবহার করা হযেছে ৮০ গ্রেড, বিমের পুরুত্ব বা থীকনেস কমপক্ষে কত ??

১. সাধারণ কংক্রিট ও ৬০ গ্রেডের জন্য উচ্চতা ৩৭X১২/১৮.৫ = ২৪ ইঞ্চ

ক) ফ্যাক্টর = ১.৬৫-০.০০৫ X ১১০ = ১.১

খ) ফ্যাক্টর = ০.৪+৮০,০০০/১০০,০০০ = ১.২

সুতরাং উচ্চতা হবে ২৪ X ১.১ X ১.২ = ৩৮.৬৮ ‍‍‍~ ৩৮.৫ ইঞ্চ

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর