সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

গবেষনাগারে ইট পরীক্ষা

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 59986

  • শক্তি পরীক্ষা: ইট প্রধানত চাপ পীড়ন বহন করে। এজন্য ইটের শক্তি বলতে চাপ শক্তিকে বুঝায়।চাপ পরীক্ষা যন্ত্রে ৬-৮ টি নমুনা ইটের চাপ সহ্য করার ক্ষমতা পরিমাপ করা হয় এবং গড় করে গ্রহনযোগ্য মান নির্ণয় করা হয়।উৎকৃষ্ট ১ম শ্রেনীর ইটের বিচূর্ণ শক্তি ৪০০-৭০০ টন/বর্গমিটার। বিচুর্ণন শক্তির ১/৮ অংশ গাথুনীর নিরাপদ শক্তি হিসেবে বিবেচনা করা হয়।ইটের বিচুর্ণন শক্তির ১/৪০ অংশ নিরাপদ শীয়ার পীড়ন হিসেবে ধরা হয়।তবে ইটের গাথুণীর নিরাপদ চাপ পীড়নের প্রায়১/১০ অংশ টান পীড়ন বহনে অক্ষম হলেও ইট টান পীড়নের ক্ষেত্রে প্রয়োগ করা হয় না্।দ্বিতীয় শ্রেণীর ইটের বিচুর্ণন শক্তি ১০০-৪০০ টন/বর্গমিটার।

 

  • পানি শোষ্যতার মাত্রা পরীক্ষা : নমুনা ইটগুলোর (ক)কক্ষ উষ্ণতায় ওজন নেয়া হয়।(খ)কক্ষ উষ্ণতায় ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে ওজন নেয়া হয়।(গ)৫ ঘন্টা সিদ্ধ করে পুরো-রাত্র ঠান্ডা করে ওজন নেয়া হয়।উৎকৃষ্ট ইটের পানি শোষন উহার শুষ্ক অবস্থায় ওজনে ১/৫-১/৭ অংশের অধিক হওয়া উচিত নয়।

 

  • লবনের মাত্রা নির্ধারণ: ইটে দ্রবণীয় লবণের পরিমাণ জানার জন্য সল্ট এনালাইসিসি করা হয়। এর মাত্রা ০.৫%-২.৫% এর অধিক হওয়া উচিত নয়, তবে অধিক হলে ইট লোনাক্রান্ত হবে এর ফলে গাথুণী স্থায়ীভাবে আর্দ্র ও স্যাঁতস্যাঁতে হবে।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর