সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

সিভিল প্রশ্ন ব্যাংক-৯

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 45765

৯০।বেসমেন্ট কি?
উত্তরঃ কোন ভবনের মাটির নিচের তলাকে বেসমেন্ট বলে।
৯১। কাঊনোজ কি?
উত্তরঃ ইটের দুই প্রান্ত গোলাকার করাকে কাঊনোজ বলে।
৯২। ভাল ইটের কয়েকটি বৈশিষ্ট লেখ।
উত্তরঃ
ক) নিখুত ও শক্ত
খ) উত্তম ভাবে পোড়ানো
গ)সমবর্ণ বিশিষ্ট
ঘ)চুড়ি দারা আচড় দিলে দাগ পরবে না।
ঙ) দুতি ইট আঘাত করলে ধাতব শব্দ হবে।
চ)১ মিটার উপর থেকে ফেলে দিলে ভাংবে না।
ছ)সাইজ ২৪১*১১৪*৭০ মিমি এবং ওজন ৩.৭৫ কেজি ।
৯৩। নির্মান কাজে ব্যবহারের পুর্বে পানি শোষনের জন্য কমপক্ষে কয় ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়?
   ক) ১ ঘন্টা খ) ১.৫ ঘন্টা গ) ২ ঘন্টা ঘ) ৩ ঘন্টা
উত্তরঃ ২ ঘন্টা
৯৫। গাথুনির কাজ শেষ হাওয়ার কত দিন পরে প্লাস্টার করা উচিত?
উত্তরঃ ২৮ দিন
৯৬। ৭৫ মিমি পুরু পার্টিশন অয়াল তৈরি করতে প্রতি তৃতিয় বা ৪র্থ কোর্সে ----ব্যবহার করতে হবে।
উত্তরঃরিইনফোর্সমেন্ট
৯৭। একদিনে ইটের গাথনি সর্বচ্চ কত হবে?
উত্তরঃ ১.৫ মিটার
৯৮।ইটের দেয়াল খাড়া হচ্ছে কিনা তা নিরিক্ষা করার জন্য কি ব্যবহার করা হয়?
উত্তরঃ ওলন 
৯৯। আমাদের দেশে কমপক্ষে এক ইট পুরু দেয়ালে কোন বন্ড ব্যবহার করা হয়?
উত্তরঃ ইংলিশ বন্ড
১০০) বৃত্তকার দেওয়াল তৈরি করতে কোন বন্ড ব্যবহার করা হয়?
উত্তরঃ হেডার বন্ড

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর