সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

খিলান বা আর্চ (Arch)

Md. Ashraful Haque, 17-Apr-2012
ভিউ : 56142

ওয়েজ আকৃতির ইট বা পাথরের ব্লককে মসলার সাহায্যে বিশেষ ব্যবস্থার মাধ্যমে দেয়ালের কোনো ফোকর বা দরজা-জানালার উপর এর উপরের ভার বহন করার জন্য বা সৌন্দর্যের জন্য অর্ধগোলাকৃতি বা ধনুকাকৃতির যে কাঠামো নির্মাণ করা হয় তাকে আর্চ বা খিলান বলে। আর্চের তালিকা আর্চকে বিভিন্নভাবে শ্রেণিবিভাগ করা যায়। যথা:-

  1. আকৃতি অনুসারে।
  2. কেন্দ্রের সংখ্যা অনুসারে।
  3. নির্মাণ উপকরণ অনুসারে।
আকৃতি অনুসারে আর্চের শ্রেণিবিভাগ
  1. ফ্লাট আর্চ (Flat Arch)
  2. সেগমেন্টাল আর্চ (Segmental Arch)
  3. অর্ধবৃত্তাকার আর্চ (Semicircular Arch)
  4. অশ্বক্ষুরাকৃতি আর্চ (Horseshoe Arch)
  5. পয়েন্টেড আর্চ (Pointed Arch)
  6. ভিনিশিয়ান আর্চ (Venetian Arch)
  7. রিলিভিং আর্চ (Relieving Arch)
  8. ফ্লোরেন্টাইন আর্চ (Florentine Arch)
  9. স্টিলটেড আর্চ (Stilted Arch)
  10. সেমিইলিপটিকাল আর্চ (Semielliptical Arch)
  11. ইনভারটেড আর্চ (Inverted Arch)
  12. ডাচ আর্চ (Dutch Arch)
কেন্দ্রের সংখ্যা অনুসারে আর্চের শ্রেণিবিভাগ ১.       একক কেন্দ্র বিশিষ্ট (One Centred Arch)
  • সেগমেন্টাল আর্চ (Segmental Arch)
  • অর্ধবৃত্তাকার আর্চ (Semicircular Arch)
  • ফ্লাট আর্চ (Flat Arch)
  • অশ্বক্ষুরাকৃতি আর্চ (Horseshoe Arch)
  • স্টিলটেড আর্চ (Stilted Arch)
  • বুলস্‌ আই আর্চ (Bulls Eye Arch)
২.       দুই কেন্দ্র বিশিষ্ট (Two Centred Arch)
  • সেমিইলিপটিকাল আর্চ (Semi Elliptical Arch)
  • ব্লান্ট আর্চ (Blunt Arch)
  • অ্যাকুইট আর্চ (Acute Arch)
  • ইকুইলেটারাল (Equilateral Arch)
৩.       তিন কেন্দ্র বিশিষ্ট (Three Centred Arch)
  • পয়েন্টেড আর্চ (Pointed Arch)
  • ইলিপটিক্যাল আর্চ (Elliptical Arch)
  • প্যারাবোলিক আর্চ (Parabolic Arch)
৪.       চার কেন্দ্র বিশিষ্ট (Four Centred Arch)
  • ডিম্বাকার আর্চ (Ovoid Sewer Arch)
  • টিউডর আর্চ (Tudor Arch)
  • ভিনিশিয়ান আর্চ (Venetion Arch)

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর