সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

বালির মাঠ পরীক্ষা

Md. Ashraful Haque, 18-Sep-2012
ভিউ : 139429

উদ্দেশ্য: কাজের উপযোগী বালু চিহ্নিতকরণ। প্রয়োজনীয় সরঞ্জাম ও মালামাল: সরঞ্জাম: কাঁচের গ্লাস (পানি পান উপযোগী)। মালামাল: নমুনা বালি।  

কাজের ধারা:  
  1. কিছু পরিমান বালি হাতে নিয়ে বালি কণার আকার-আকৃতি ভাল করে পর্যবেক্ষণ কর এবং ফলাফল লেখ।
  2. সামান্য পরিমান বালি জিহবায় লাগিয়ে স্বাদ পরীক্ষা কর। ফলাফল লেখ।
  3. দু আঙ্গুলের মাঝে/হাতের তালুতে বালি নিয়ে আঙ্গুল দিয়ে ঘষা দাও। পর্যবেক্ষণ ফলাফল লেখ।
  4. বালির রং পর্যবেক্ষণ কর। ফলাফল লেখ।
  5. এক গ্লাস পানিতে সামান্য বালি নিয়ে কাঠি/অন্য কিছু দিয়ে নাড়া দিয়ে থিতানোর জন্য কিছু সময় রেখে দাও। থিতিয়ে গেলে পানির নিচের বালির অবস্থা পর্যবেক্ষণ করে ফলাফল লেখ।
ক্রমিক নং মন্তব্য
দানাদার ও ধারালো কণা অনুভূত হবে।
লবনাক্ত স্বাদ অনুভূত হয়।
পরিষ্কার মনে হবে এবং হাতে কোনো পলি/মাটি লেগে থাকবে না।
সাদা/লালচে রং হবে।
থিতিয়ে পড়া বালি, পলি ও কাদার পরিমাণ চিহ্নিত করা যাবে।
দানাদার ও ধারালো কণা, পলি মুক্ত ও সাদা/লালচে রং এর বালি কাজের জন্য উপযুক্ত হবে। সতর্কতা:
  1. বালি অবশ্যই দৃশ্যমান অপদ্রব্য মুক্ত হতে হবে।
  2. পানযোগ্য পানি ব্যবহার করতে হবে।
 

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর