সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

ড্যাম্প

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 21149

সংজ্ঞা :

দেয়াল, ফ্লোর,ছাদ  ইত্যাদি দিয়ে বিল্ডিং এর মধ্যে পানি প্রবেশ করা এবং ভেজা ভেজা ভাব থাককে  ড্যাম্প বলে।

বিল্ডিং এর উপর এর প্রভাব:

  1. কাঠ নষ্ট করে

  2. ধাতুতে মরিচা ধরায়

  3. ইলেক্ট্রিক তার এর ইনসুলেশন নষ্ট করে

  4. কার্পেট ও আসবাবপত্র ক্ষয় হয়

  5. ওয়াল এবং মেঝেতে দাগ পড়ে

  6. প্লাস্টার ক্ষসে পড়ে

  7. রং এর উপর নোনা পড়ে

  8. রং গুড়া গুড়া হয়ে যায়

  9. শরীরেরর জন্য ক্ষতিকর

  10. কাঠামোর জিবনকাল কমিয়ে দেয়

 ড্যাম্প এর কারণ

  1. বৃষ্টির পানি ঢোকা

  2. সাইট এর লেভেল বা উচ্চতা

  3. মাটির পানি নিস্কাশনের ক্ষমতা

  4. আবহাওয়ার অবস্থা

  5. কাঠামের ভুল দিক নির্বাচন

  6. কাঠামো তৈরির সময় আদ্রতা জমা থাকা

  7. দুর্বল কনস্ট্রাকশন

ড্যাম্প প্রতিরোধের উপায়

  1. ডি.পি.সি ব্যবহার করে

  2. রং ব্যবহার করে

  3. পানি প্রতিরোধক করে

  4. ফাপা দেয়াল তৈরি করে

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর