সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

ম্যানুয়্যাল কংক্রিট তৈরি

Md. Ashraful Haque, 12-Nov-2001
ভিউ : 91627

বর্তমানে রেডি-মিক্স কংক্রিট এর ব্যবহার বাড়লেও অনেক ক্ষেত্রই ম্যানুয়্যাল বা সাইটের কংক্রিট তৈরি করা হয়। সাইটে কংক্রিট তৈরিতে মুলত দুইটি বিষয় নির্ভর করে
1. যদি রেডিমিক্স এর ভাল স্ট্রেন্থ বা শক্তি পাওয়া না যায়
2. কংক্রিট এর পরিমান কম হলে
বিশেষ করে এখনও বিভিন্ন কন্সট্রাকশন কাজে কলাম এর জন্য সাইটেই কংক্রিট তৈরি করা হয়। এবং বীম ও ছাদের জন্য রেডিমিক্স এর কংক্রিট ব্যবহার করা হয়।তবে যেহেতু এখনও রেডিমিক্স সব জায়গায় বা অঞ্চলে পাওয়া যায় না, তাই শহর থেকে দুরে এবং কম খরচের প্রজেক্ট এর ক্ষেত্র সাইটেই কংক্রিট নির্মাণ হয়ে থাকে।

সাইটে কংক্রিট দুইভাবে বানানো যায়
1. কংক্রিট মিক্সার মেশিন ছাড়া

2. কংক্রিট মিক্সার মেশিন দিয়ে।

কর্ক্রিট মিক্সার মেশিন দিয়ে গুণগত মান এবং পরিমান দুইটাই রক্ষা করা যায়। তাই এর ব্যবহার বহুল। আমাদের দেশে বর্তমানে সিংহভাগ কন্সট্রাকশন কাজ হয়ে হয়ে থাকে এই মিক্সার মেশিনে তৈরি কংক্রিট দিয়ে। তাই এই মেশিন দিয়ে কংক্রিট তৈরি নিয়ে বর্তমানে কিছু আলাপ করবো।

এই কংক্রিট দিয়ে তুলনামুলক তাড়াতাড়ি কংক্রিট তৈরি করা যায় হাতে তৈরি কংক্রিট থেকে। সাধারণত এক মিক্সিং এ ৪ থেকে ৯ কিউবিক ফুট কংক্রিট তৈরি করা যায়।

ছবি: কংক্রিট মিক্সার মেশিন

কংক্রিট তৈরির সময় যে সকল বিষয় খেয়াল রাখতে হবে

মেশিন চালুর পুর্বে :

  • প্রয়োজনীয় মালামাল, যন্ত্রাপাতি যোগাড় করে রাখতে হবে
  • মিক্সার মেশিনের কাছে একড্রাম পানি রাখতে হবে
  • এগ্রিগেট এ বেশি ময়লা থাকলে তা পরিস্কার করতে হবে। ৩% এর বেশি ময়লা থাকা যাবে না
  • সিমেন্টের ব্যাগের অনুপাতে এগ্রিগেট মাপার জন্য পাত্র রাখতে হবে।
  • কংক্রিট তৈরির পুর্বে কংক্রিট এর কাজ যেখানে হবে সেখানে ফর্মওয়ার্ক ঠিক মত আছে কিনা তা পরীক্ষা করে নিতে হবে
  • মিক্সার মেশিন থেকে ঢালাই এর স্থান এ যাওয়ার সুব্যবস্থা থাকতে হবে
  • মিক্সার মেশিন চালানোর জন্য একজন অপারেটর এবং একজন হেলপার থাকতে হবে।
  • ঢালাই এর পরিমান বেশি হলে দুইজন অপারেটর বা চালক এবং একজন হেলপার রাখতে হবে

মেশিন চালুর সময় এবং পরে :

  • এক ব্যাগ সিমেন্টের সাথে আনুপাতিক হারে অন্যান্য এগ্রিগেট দিয়ে যতটুকু কংক্রিট হয় ততটুকু কংক্রিট মিক্সার প্রতিবার করাই উত্তম
  • প্রথমে যতটুকু ফাইন এগ্রিগেট (বালূ) এবং কোর্স এগ্রিগেট (খোয়া বা পাথর) লাগে তার অর্ধেক মেশিনের বাকেটে দিতে হবে।
  • এরপর এর মধ্যে অল্প পানি দিতে হবে
  • পানি দেওয়ার পর সিমেন্ট দিতে হবে
  • অবিশষ্ট এগ্রিগেট (ফাইন এবং কোর্স) দিতে হবে সিমেন্ট দেওয়ার পর
  • এরপর সিমেন্ট-পানির অনুপাত (Woter cement ratio) অনুযায়া অবশিষ্ট পানি দিতে হবে)
  • সমস্ত মালামাল মেশিনে দেওয়ার পর কমপক্ষে দুই মিনিট ড্রামের মধ্যে রেখে দিতে হবে।
  • ড্রাম ভালমত উপর-নিচে করতে হবে।
  • ঠিকমত মিক্সার হলে বা মেশানো হলে এরপর কংক্রিট ঢালতে হবে।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর