quiz

সিভিল প্রশ্ন ব্যাংক-০৩

২১।     অত্যন্ত শুক্তমাটি, অত্যন্ত নরম মাটি এবং আদ্র সংশক্তিহীন মাটির ক্ষেত্রে কোন পদ্ধতি অনরুপযোগী?
উত্তরঃ     আগর বোরি পদ্ধতি। 
২২।     আগর বোরিয় পদ্ধতিতে কত সেন্টিমিটার পর পর মাটির নমুনা সংগ্রহ করা হয়?
উত্তরঃ ৩০ সেন্টিমিটার।
২৩।     পারকুশন বোরিং পদ্দতিতে ব্যবহৃত ওয়াশ পাইপের ব্যাস কত?
উত্তরঃ     ২.৫ সেন্টিমিটার।
২৪।     পাথুরে মাটি অথবা বোল্ডার যুক্ত মাটির বোলার মাটি তদন্তের পদ্ধতিতে গুলোর মধ্যে কোনটি প্রযোজ্য?
উত্তরঃ     ক) কোর ড্রিলিং

সিভিল প্রশ্ন ব্যাংক-০২

১১।     প্রতি ঘনমিটার বিটুমিন এর ওজন কত?
উত্তরঃ     ১০৪০ কেজি।
১২।     মাটির ভার বহন ক্ষমতার একক কি?
উত্তরঃ  কেজি/বর্গমিটার।
১৩।     শুকনা এবং দৃঢ়বদ্ধ মোটা বালি বিশিস্ট মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা কত?
উত্তরঃ    ৪.৫ কেজি/বর্গ সেন্টিমিটার
১৪।     মাটির ভার বহন ক্ষমতা নির্ণয়ের জন্র টেষ্ট সিলিন্ডার পদ্ধাতি কোথায় ব্যবহৃত হয়?
উত্তরঃ     কাদা ও বেলে মাটি অনেক গভীর পর্যন্ত বিস্তৃত থাকিলে সে ক্ষেত্রে  যেমন: ব্রীজ, টাওয়ার, বাঁধ ইত্যাদি)। 

সিভিল প্রশ্ন ব্যাংক-০১

ফাউন্ডেশন কি?
১।     ফাউন্ডেশন কি?
উত্তরঃ     কাঠামোর সর্বনিম্ন অংশকে ভিত্তি বা বুনিয়াদ বা ফাউন্ডেশন বলে?
২।     ভিত্তি প্রধানত কয় প্রকার কি কি?
উত্তরঃ     ভিত্তি প্রধানত দুই প্রকার। যথাঃ
    ক) অগভীর ভিত্তি
    খ) গভীর ভিত্তি
৩।     কাঠামোর উপ্র ক্রিয়ারত লোডগুলো কি কি?
উত্তরঃ     কাঠামোর উপর তিন প্রকার লোড ক্রিয়া করে-
    ক) ডেড লোড (Dead load), খ) লাইভ লোড (Live Load), গ) উইন্ড লোড