crack

ভবনের ফাটল নিয়ে কিছু কথা

“আমার ভবনের কয়েকটি জায়গায় ক্র্যাক দেখা দিয়েছে। কি করি বলুন তো? আচ্ছা ক্র্যাক কেন হয়?” এরকম প্রশ্ন প্রকৌশলীদেরকে প্রায়ই শুনতে হয়। এই প্রশ্ন করাটা যেমন সহজ কিন্তু এর উত্তর দেওয়াটা তেমনি কঠিন। ইংরেজিতে ক্র্যাক (Crack) শব্দের বাংলায় অর্থ করলে দাঁড়ায় ‘ফাটল বা চিড়’। আর এই ক্র্যাক যদি কোন ভবনে দেখা দেয় তাহলে মাথা ফাটাফাটি থেকে শুরু করে সম্পর্কের চিড়ও ধরতে দেখা  যায়। বাড়ির মালিক এবং প্রকৌশলীদের তখন ঘুম হারাম হবার যোগার। আসলে যেকোন ভবনেই বিভিন্ন ধরনের ফাটল দেখা দিতে পারে। তবে সব ফাটল দেখেই দুশ্চিন্তায় পড়বার কোন কারণ নেই। ফাটল টা দেখে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন এটা আসলে কোন ধরণের ফাটল।

ট্যাগ

বার্জার ক্র্যাক ভরাট পেষ্ট

ক্র্যাক ভরাট পেষ্ট

ভেতরের ও বাহিরের প্লাষ্টার ক্র্যাক ফিলিং এর কাজে ব্যবহার হয়।

এর সংগে কোনও কিছু মেশাতে হয় না। সরাসরি ক্র্যাক ফিলিং এ ব্যবহার করা যায়। 

যে সকল জায়গাতে ব্যবহার করা যাবে

৫ মিলিমিটার পর্যন্ত ক্র্যাকে এটি ব্যবহার করা যাবে। 

ব্যবহার বিধি

তেল,গ্রীজ, ময়লা ইত্যাদি পরিস্কার করতে হবে

ক্র্যাক পরিস্কার করতে হবে, কোনাগুলি পরিস্কার হতে হবে। এতে জমানো পানি থাকা চলবে না। 

ক্র্যাক সার্ফেস ভালভাবে শুকিয়ে নিতে হবে। 

হেয়ারলাইন ক্র্যাক অবশ্যই ১ মিলিমিটার পর্যন্ত করতে হবে। 

ট্যাগ