সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

প্লাই উড - এইচ ডি এফ - ব্লক বোর্ড

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 66201

প্লাই উড
কাচামাল
কাঠের পাতলা শিট আঠা দিয়ে লাগিয়ে এই প্লাই উড তৈরি করা হয়। এটি বেশ শক্ত এবং বর্তমানে এর ব্যবহার বহুল। বিভিন্ন ফার্নিচার তৈরিতে এই উড ব্যবহার করা হয়। বর্তমানে তিন ধরণের প্লাই উড পাওয়া যায়:
  • ইনটেরিয়র
  • এক্সটিরিয়র
  • সাটারিং মানের
সৌন্দর্য্য
অফিস বা বাসা দুই জায়গাতেই এই কাঠ ব্যবহার করা হয়। এর গায়ে কোন স্পট থাকে না। যার কারণে রং করতে সুবিধা হয়।এর পাশগুলি মসৃণ থাকে।
রক্ষণাবেক্ষন
এতে উইপোকার আক্রমন হয়না এবং আদ্রতা তুলনামুলক বেশি প্রতিরোধ করে। তবে যদি সরাসরি পানির সংস্পর্শে আসে তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।  
সুবিধা
  • এই বোর্ড এম,ডি,এফ বা এইচ,ডি,এফ বোর্ড থেকে শক্ত
  • বেকে যাওয়া এবং সংকোচন প্রতিরোধক.
  • সমান শক্তিসম্পন্ন অন্য মেটেরিয়াল থেকে এর দাম কম
অসুবিধা
ভাল জায়গা থেকে এই বোর্ড না কিনলে পরে এর বিভিন্ন লেয়ার এর মধ্যের বন্ধন ছিড়ে যেতে পারে।
এইচ ডি এফ
কাচামাল
এর কাচামাল এম,ডি,এফ বা পার্টিকেল বোর্ড এর মতই। মেকানিক্যালি কাঠের তন্তু চাপের সাহয্যে এই বোর্ড তৈরি করা হয়.
স্টাইল
অফিস বা বাসা দুই জায়গাতেই এই কাঠ ব্যবহার করা হয়। এর গায়ে কোন স্পট থাকে না। যার কারণে রং করতে সুবিধা হয়।এর পাশগুলি মসৃণ থাকে। কাঠের মত দেখতে হলে এর উপর কাঠের পাতলা প্লাই পেষ্ট করা যেতে পারে।
রক্ষণাবেক্ষন
এই বোর্ড রক্ষা করতে হলে নিচের ধাপগুলি অবশ্যই মেনে চলতে হবে।.
  • পানির সংস্পর্শে যেন না আসে.
  • তুলতুলে কাপড় দিয়ে পরিস্কার করতে হবে. 
  • ভেজা কাপড় দিয়ে না মোছা. .
সুবিধা
  • মসৃণ তল পাওয়া যায়.
  • অনেক শক্ত
  • দরজা, পার্টিশন, ফার্নিচার ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহার করা যায়. 
অসুবিধা
তারকাটা দিয়ে এই বোর্ড জোড়া দেওয়া কাঠের মত অতটা সুবিধাজনক নয়।
ব্লক বোর্ড
কাচামাল
প্লাই এর মাঝে কাঠের টুকরা লাগিয়ে চাপে ও তাপে এই বোর্ড তৈরি করা হয়।
স্টাইল
অফিস বা বাসা দুই জায়গাতেই এই কাঠ ব্যবহার করা হয়। এর গায়ে কোন স্পট থাকে না। যার কারণে রং করতে সুবিধা হয়।এর পাশগুলি মসৃণ থাকে। কাঠের মত দেখতে হলে এর উপর কাঠের পাতলা প্লাই পেষ্ট করা যেতে পারে।
রক্ষণাবেক্ষন
এই বোর্ড রক্ষা করতে হলে নিচের ধাপগুলি অবশ্যই মেনে চলতে হবে.
  • পানির সংস্পর্শে যেন না আসে.
  • তুলতুলে কাপড় দিয়ে পরিস্কার করতে হবে. 
  • ভেজা কাপড় দিয়ে না মোছা. .
সুবিধা
  • শক্ত অনুযায়ি ওজন কম
  • সহজে কাজ করা যায়
  • প্রায় সকল প্রকার ফার্নিচার, সাইটের জিনিসপত্র ও দরজাতে ব্যবহার করা যায়
অসুবিধা
তুলনামুলক দাম বেশি
 

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর