সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

ভুমিকম্প প্রবন এলাকায় বিল্ডিং নিমানে

Md. Ashraful Haque, 10-Aug-2012
ভিউ : 114941

  • নরম মাটির উপর Foundation স্থাপন করা যাবে না।
  • সব Foundation এর তলা একই সমতলে রাখতে হবে।
  • Foundation এর সব Outline বর্গাকৃত্রির রাখতে হবে।
  • কলামের ও বীমের রডের জয়েন্ট যেন এক একটা এক এক জায়াগায় হয় অর্থাৎ অনেক গুলো জয়েন্ট যেন এক জায়গায় না পড়ে। ( এই জিনিসটা কলাম ও বীমের রড় কাটার সময় বিষেশ ভাবে লক্ষ্য রাখতে হবে ) যদি ভুলক্রমে দুই বা ততোদিক রড়ের জয়েন্ট এক জায়গায় পড়ে যায় তা হলে ঐ জায়গায় রিং এর পরিমান বাড়িয়ে দিতে হবে।
  •  কলামের রিং এর ভিতরের দিকে ১৩৫ ডিগ্রী বাকিয়ে দিতে হবে। এর পরিমান হবে ৩''। ( এই জিনিসটা মিস্ত্রিদের রড ঢুকাতে কষ্ট হয় বলে বেশী ফাঁকি দেয়)
  • অতিরিক্ত বড় সাইজের দরজা জানালার পরিমান কমাতে হবে।
  • বিল্ডিং এর নিচে ওপেন পার্কিং এরিয়া ভুমিকম্পের জন্য বেশী ঝুকি, এক্ষেত্রে বিভিন্ন জায়গায় শিয়ার ওয়াল ব্যাবহার করতে হবে।
  • নিম্নমানের উপকরণ কখনো ব্যাবহার না করা ।
  • বিল্ডিং যদি L আকৃতির হয় তা হলে ঐ বিল্ডিংকে দুই ভাগে ভাগ করে বর্গাকৃতি করা এতে ভুমিকম্পের ঝুকি অনেক আংশে কমে যায়।
  • বহুতল বিল্ডিং এর ক্ষেত্রে continuous লিন্টেল ব্যাবহার করতে হবে।
  • ফ্লাট প্লেট বা ফ্লাট স্ল্যাব ভুমিকম্পের জন্য বেশী ঝুকি।
  • বিল্ডিং এর নিচে water reservoir এবং বিল্ডিং এর ছাদের উপর swimming pool ভুমিকম্পের ঝুকি বাড়িয়ে দেয়।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর