সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

একটি কন্সট্রাকশন প্রজেক্ট এর আত্ম কাহিনী-০৫

Md. Ashraful Haque, 13-Sep-2009
ভিউ : 53056

এর আগে শোর পাইলের আগে পর্যন্ত আমার অবস্থা বর্ণনা করা হযেছিল। আজকে থেকে আমার উপরে শোর পাইল করা শুরু হয়েছে।
শোর পাইল করা হয়েছে শোর বা তীর এর নিরাপত্তার স্বার্থে।
এর জন্য প্রথমেই শোর পাইল করার জন্য কন্ট্রাকটর নিয়োগ দেয়া হয়। আমার শোর পাইলের ডিজাইন করেছেন বুয়েটের প্রকৌশলী। শোর পাইল কংক্রিটের পাইল বা খুটি। এর ডায়া ছিল 2'-0" এবং এর দৈর্ঘ্য ছিল ৫৮'-0"। 
শোর পাইলের সময় কাদামাটি বের হয়। এই মাটি অপসারণ করার জন্য প্রথমে একটি 'মাড ট্যাংক' এ এই কাদা পানি জমা করা হয়। ট্যাংক থাকে দুইটি। একটিতে কাদা জমা হয়। আর একটিতে এই ট্যাংক থেকে উপরের পানি বের হয়ে জমা হয়।
অর্থাৎ কাদামাটি যেই ট্যাংকে জমা হয়, সেখানে তলানীতে কাদা জমা হয় এবং এই উপরের দিকে পাশের ট্যাংকএর সাথে কানেকশন থাকে।  
ট্যাংক দুটি সাধারণত জমির মাঝামাঝি থাকে। যেখানে শোর পাইল করা হবে সেখান থেকে একটা ড্রেইন থাকে। সেই ড্রেইন দিয়ে শোর এর জন্য বোরিং এর কাদা পানি আসে।  

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর