সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

চাইল্ড রুম / ছেলে-মেয়েদের ঘর

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 70048

ছেলে-মেয়েদের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে ডিজাইনে। তার ইচ্ছা, প্রয়োজন অনুযায়ি ঘরের আকার নির্ধারণ করতে হবে। একই সাথে খেয়াল রাখতে হবে যেন সামর্থ্যের সাথে সামান্জস্য থাকে। নিচে একটি ছবি দেয়া হলো:

বিছানা বা খাট নির্ধারণ করাও বেশ গুরুত্বপুর্ণ একটি বিষয়। বিভিন্ন ধরণের খাট পাওয়া যায়। বক্স খাট, লোফট খাট বেশ পরিচিত। নিচে লোফট খাটের ছবি দেওয়া হলো

নিচে বক্স খাটের ছবি দেওয়া হলো

উপরের খাটগুলির সুবিধা হলো যে এই গুলির নিচে বিভিন্ন কিছু রাখা যায়। এতে করে জায়গার অপচয় কম হয়।

ঘরের আসবাব এবং দেয়ালের রং ও ডিজাইন ঘরের অনেক কিছু বদলে দেয়। ছেলে-মেয়েদের সাথে আলাপ করে এইগুলি করা উচিৎ। এতে করে তাদের মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়। বর্তমানে বাজারে বিভিন্ন ধরণের আসবাব, রং, ওয়াল পেপার, কারপেট ইত্যাদি পাওয়া যায়। নিচে কিছু ছবি দেওয়া হল

উজ্জল রং এর সাথে মলিন রং এর মিশ্রণে ডিজাইন করা উচিৎ। শুধু উজ্জল রং দিলে যেমন সমস্যা হয় তেমনি শুধু মলিন দিলেও মনের উপর এর প্রভাব পড়ে।

নিচে কিছু রং সম্পর্কে ধারণা দেওয়া হল

মেয়েদের রুম

  • সবুজ
  • গোলাপী
  • বেগুনী
  • ফিরোজা
  • কমলা
  • সাদা

ছেলেদের রুম

  • সবুজ
  • নেভী কালার
  • আকাশী
  • গ্রে বা ধুষর
  • বাদামি
  • লাল

ম্যাট ব্যবহার করে ঘরের সৌন্দর্য্য বাড়ানো যায়। যেমন নিচের ছবিটি

দেয়াল সাজানো খুব গুরুত্বপুর্ণ। বর্তমানে বিভন্ন ধরণের দেয়াল ডিজাইন করা হয়। যেমন

আরও একটি দেয়াল এর উদাহরণ

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর