সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

ইট, পর্ব-৪ (ইটের ব্যবহার)

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 105041

 ইটের ব্যবহার

ইটের নাম ইটের ব্যবহার
প্রথম শ্রেণির ইট
  • সকল প্রকার স্থায়ী ও উত্তম কাজে।
  • ইমারত, সেতু, রাস্তা, বাঁধ, পিয়ার বা লাইনিং এর কাজে।
  • স্থাপত্যিক কারুকার্যময় কাজে এবং ফেসিং ব্রিক হিসেবে।
  • কংক্রিটের খোয়া তৈরীতে।
দ্বিতীয় শ্রেণির ইট
  • গাঁথুনির কাজে। তবে অসমৃণ তল ঢেকে দেওয়ার জন্য প্লাস্টার ব্যবহার করতে হয়।
  • রাস্তা এবং কংক্রিটের খোয়া তৈরিতে।
  • অভ্যন্তরীণ দেয়াল নির্মাণে, যার উপর কোনো লোড পড়ে না।
তৃতীয় শ্রেণির ইট
  • সোলিং এর কাজে।
  • সুরকি তৈরির কাজে।
  • ওয়াটার বাউন্ড ম্যাকাডাম সড়কে।
পিক্‌ড ঝামা ইট
  • রাস্তার খোয়া তৈরিতে।
  • গাঁথুনির কাজে।
  • কংক্রিটের খোয়া তৈরির কাজে।
ঝামা ইট
  • খোয়া তৈরির কাজে।
  • ব্যাটস্‌ তৈরির কাজে।
ঝাঁঝরা ইট (Perforated Bricks)
  • ছোট ইমারতে ভার বহনকারী দেয়াল হিসেবে।
  • বহুতলা ভবনে অভ্যন্তরীণ দেয়াল বা প্যানেল দেয়াল হিসেবে।
  • সড়কের ডিভাইডারে।
ফাঁপা ইট (Hollow Bricks)
  • বহুতলা ভবনে অভ্যন্তরীণ দেয়াল বা প্যানেল দেয়াল হিসেবে।
  • সড়কের ডিভাইডারে।
  • তাপ বা ঠান্ডা প্রতিবন্ধক দেয়াল হিসেবে।
ছক আঁকা ইট (Checkered Bricks)
  • অলংকারমূলক কাজে ব্যবহৃত হয়।
বুলনোজ ইট (Bull Nose Bricks)
  • দেয়ালে কোণায় অলংকারমূলক কাজে ব্যবহাত হয়।
স্ট্রিং কোর্স ইট
  • স্ট্রিং কোর্সে ব্যবহৃত হয়।
কার্নিশ ইট
  • কার্নিশের কাজে।
গাটার ইট
  • ড্রেনেজ কাজে ঢালু ছাদের পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত হয়।
 

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর