সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

ফাইল

Md. Ashraful Haque, 17-Mar-2012
ভিউ : 53901

ধাতু, কাঠ, প্লাস্টিক বা অন্য কোনো জিনিসের ক্ষুদ্র কোনো অংশ কাটতে, স্মুথিং করতে বা দূর করতে ফাইল ব্যবহার করা হয়। বিভিন্ন দৈর্ঘ্যের আকারের এবং কাটার উপযুক্ত ফাইল দেখতে পাওয়া যায়। প্রতিটি ফাইলের পাঁচটি অংশ থাকে। যথা - ক. এজ খ. ফেস বা কাটিং টিথ গ. হিল ঘ. সোলডার ঙ. ট্যাং  

চিত্র  : ফাইলের বিভিন্ন অংশ ক. আমেরিকান প্যাটার্ন ফাইল
  1. সেকেন্ড কাট
  2. স্মুথ কাট
  3. ফিনিশিং ওয়ার্ক
  4. ডেথ স্মুথ কাট
  5. সিঙ্গেল কাট
  6. ডাবল কাট
  7. কার্ভড কাট

চিত্র  : আমেরিকান প্যাটার্ন ফাইল যেখানে দ্রুত কাটতে হয় এবং বেশি স্মুথিং-এর প্রয়োজন পড়ে না সেখানে আমেরিকান প্যাটার্ন ফাইল ব্যবহৃত হয়। খ. মিল ফাইল

চিত্র : মিল ফাইল মিল ফাইল এর পুরুত্বে এবং প্রস্থ এর দৈর্ঘ্যের ১/৩ অংশ টেপারড করা থাকে। এগুলো সিঙ্গেল কাট এবং এর এক পাশ আনকাট এজ থাকে। মিল এবং সার্কুলার স ধারালো করতে এবং ধাতুতে ফিনিশিং দিতে ব্যবহৃত হয়। গ. পিলার ফাইল

চিত্র  : পিলার ফাইল পিলার ফাইল হ্যান্ড ফাইলের মতো তবে আরও সরু। এটি ডাবল কাট ,আনকাট এজ স্লটস (Slots) এবং কিওয়েজ (Keyways) ফাইল করতে ব্যবহৃত হয়। ঘ. গোলাকৃতি বা রাউন্ড ফাইল

চিত্র  : গোলাকৃতি বা রাউন্ড ফাইল গোলাকৃতি বা রাউন্ড ফাইল পয়েন্টের দিকে একটু টেপার করা থাকে। বেশির ভাগই সিঙ্গেল কাট শুধু বাস্টার্ড এবং সেকেন্ড কাট ফাইল ছাড়া। গোলাকৃতির এবং অবতল পৃষ্ঠকে পূর্ণ করতে ব্যবহৃত হয়। ঙ. বর্গাকৃতি বা স্কয়ার ফাইল

চিত্র  : বর্গাকৃতি বা স্কয়ার ফাইল বর্গাকৃতি বা স্কয়ার ফাইল চার দিক থেকেই পয়েন্টের দিকে টেপার করা থাকে এবং ডাবল কাট । আয়তাকার স্লটস (Slots) এবং কিওয়েজ (Keyways) পূর্ণ করতে ব্যবহৃত হয়। চ. টেপার ফাইল

চিত্র  : টেপার ফাইল টেপার ফাইল বা ত্রিভুজাকৃতির ফাইল তিন দিক থেকেই টেপার করা থাকে। যে সকল স এর দাঁত ৬০ ডিগ্রি তাদের ফিলিং-এ ব্যবহৃত হয়। এটি সাধারণত সিঙ্গেল কাট। ছ. থ্রি-স্কয়ার ফাইল

চিত্র  : থ্রি-স্কয়ার ফাইল থ্রি-স্কয়ার ফাইল পয়েন্টের দিকে তিন দিক হতে টেপার করা থাকে এবং ডাবল কাট। ভিতরের কোণ এবং বর্গাকার কোণা পরিষ্কারে ব্যবহৃত হয়। জ. ওয়ার্ডিং ফাইল

চিত্র  : ওয়ার্ডিং ফাইল ওয়ার্ডিং ফাইল খুব সরু জায়গায় এটা টেপার করা থাকে। এর ডাবল কাট ফেস এবং সিঙ্গেল কাট এজ রয়েছে। তালা মেরামতে এবং চাবিতে ওয়ার্ড নচ ফিলিং-এ ব্যবহৃত হয়। ঝ. কার্বডটুথ ফাইল

চিত্র  : কার্বডটুথ ফাইল সমতল বা গোলাকার পৃষ্ঠে, অ্যালুমিনিয়াম, শিট স্টিল ইত্যাদিতে ব্যবহৃত হয়। স্মুথ এবং দ্রুত কাজ করার জন্য ব্যবহৃত হয়।  

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর