সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

বহুল পরিচিত কিছু গুণগত মানের বর্ণনা

Md. Ashraful Haque, 12-Dec-2001
ভিউ : 112345

মাইল্ড স্টিল

  • এর উপরিভাগ বা পৃস্ঠে কোন ফাটল থাকবে না
  • এতে কোন ময়লা থাকবে না, বিশেষ করে তৈলাক্ত কোন ময়লা
  • একে বাকা (90-120 ডিগ্রী) করার পর আবার পুর্বের অবস্থায় ফিরে আনলে, পুর্বের মতই থাকবে। এর আকার পরিবর্তন হবে না।
  • সবগুলো রডের ডায়া বা ব্যাস একই থাকবে
  • প্রতি ঘনমিটারে ওজন 7850 কেজি হতে হবে। এর কম হলে চলবে না।

সিমেন্ট

  • সিমেন্টের রং সবুজাভ ধুসর রঙের হতে হবে
  • এর মধ্যে হাত দিলে ঠান্ডা অনুভত হবে
  • কিছু সিমেন্ট পানির উপর ছেড়ে দিলে এর উপরে কয়েক মিনিটের মত উপরে ভাসবে
  • এর মধ্যে কোন ময়লা বা অন্য কোন কিছু থাকবে না
  • কিছু সিমেন্ট দুই আঙ্গুলে নিয়ে ঘষলে পিছলা বা মিহি বা মসৃণ অনুভত হবে
  • প্রতি ঘণমিটারে এর ওজন ১৪৪০ কেজির কম হবে না।
  • প্রাথমিক জমাট বাধার সময ৪৫ মিনিটের কম হবে না এবং সম্পুর্ণ জমাট বাধার সময় ১০ ঘন্টার বেশি হবে না।

পাথর

  • এর গ্রেডিং বা বিভিন্ন সাইজের মিশ্রণ ভাল হতে হবে
  • এতে কোন জিবাস্ম বা অন্য কোন পদার্থ মিশ্রন থাকতে পারবে না
  • এটি অবশ্যই পর্যাপ্ত শক্ত হতে হবে
  • এর ওজন ১৬১০ কেজির বেশি হতে হবে প্রতি ঘণমিটারে
  • এতে ৩% এর বেশি ময়লা থাকতে পারবে না

বালু

  • এতে কোন জৈব রাসায়নিক পদার্থ থাকতে পারবে না
  • হাতের তালুতে নিয়ে ঘষলে এর হাত ময়লা হবে না
  • পানিতে বালি গুলিয়ে কিছুক্ষন রাখলে পানি যদি পরিস্কার হয়ে যায় তাহলে বুঝতে হবে এতে ময়লা আছে

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর