সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

চুন সুরকীর জলছাদের বিভিন্ন মালামালের পরিমাণ

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 63256

#জলছাদ : Building এর সর্বোচ্চ তলার ছাদকে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য এবং ঘরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ছাদের উপর চুন, সুরকি ও খোঁয়ার সাহায্যে কমপক্ষে তিন ইঞ্চি পুরুত্বের একটি আলাদা আবরণ দেয়া হয়। একে জলছাদ বলে। #প্রয়োজনীয়তাঃ বাড়ির ছাদের উপর বৃষ্টির পানি জমা হলে পানি চুইয়ে ছাদের রডকে মরিচা ধরাতে পারে এ জন্য জলছাদ দেয়া হয়।এছাড়াও >> ছাদ আর্দ্রতামুক্ত রাখা। >> রৌদ্রের তাপের হাত থেকে গৃহবাসীকে রক্ষা করা। >> প্রচন্ড রৌদ্রতাপে মূল ছাদকে ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করা। #তৈরির_পদ্ধতিঃ জলছাদ নির্মাণের জন্য প্রথমে খোয়া, সুরকি ও চুন প্রয়োজমত মিশিয়ে নিতে হয়। ইটের খোয়া তৈরি করতে হয় যার মাপ ০.৫ ইঞ্চি পর্যন্ত। খোয়াগুলো প্রথমে ১ ফুট করে বিছিয়ে এর উপর আলাদাভাবে তৈরি করা চুন ও সুরকির মিশ্রণ মেশানো হয়। তারপর বেলচা দিয়ে উল্টে-পাল্টে মিশ্রনের উপাদানগুলোকে ভালোভাবে মেশানো হয়। এরপর পাইপ দিয়ে মিশ্রণের উপর প্রয়োজনীয় পানি দেয়া হয় এবং একই সাথে বেলচা দিয়ে উল্টে দিতে হয়। দৈনিক সকল বিকাল মোট দু’বার করে মসলা কাটার এ ব্যবস্থা ক্রমাগত পাঁচ বা সাত দিন করে মিশ্রণকে কাদার মত নরম করে ফেলা হয়। শেষ পর্যায়ে মিশ্রনের সাথে চিটাগুড়, মেথি ইত্যাদি যোগ করা হয়। প্রতি ঘন মিটার খোয়ার সাথে প্রায় ৩ কেজি চিটাগুড় এবং ১৫০ গ্রাম মেথি ভিজানো পানি মেশানো যায়। নরম এ মসলা মূল ছাদের উপর এমনভাবে বিছাতে হয় যাতে পেটানোর পর ছাদের প্রান্তে কমপক্ষে তিন ইঞ্চি বজায় থাকে। জলছাদের ঢাল সাধারণত প্রতি ৫ ফুটে ১ ইঞ্চি অর্থাৎ ১:৬০ রাখা হয়। মসলা বিছানোর চার পাঁচদিন পর ছাদ পিটানোর কাজ শুরু করা হয়। পিটানোর সময় লক্ষ্য রাখতে হয় যাতে ছাদ উঁচু না থাকে এবং ঢালের সমতা বজায় থাকে। ছাদের পানি নিষ্কাশন পাইপের সংযোগস্থলে বিশেষ সতর্কতার সাথে মসলা ফেলতে হবে যাতে ছাদের সাম্যতা বজায় থাকে। ছাদের পানি নিষ্কাশক পাইপের সংযোগ স্থলে বিশেষ সতর্কতার সাথে পিটাতে হয়। কারণ জলছাদের ত্রুটির জন্য এখানে পানি চুয়ানোর সম্ভাবনা থাকে। ছাদ পেটানোর সময় প্রতি ঘন মিটার খোয়ার হিসাবে ১১/২ কেজি চিটাগুড় ও ১৫ গ্রাম মেথির পানি চুনের পানিতে গুলে রেখে দেয়। পিটানোর কাজ চলাকালীন ঐ পানি বারবার ছিটিয়ে দেয়া হয়। পিটানোর সময় চুন-সুরকির গোলা উপরে ভেসে উঠলে পাটা দিয়ে সমান করে দেয়া হয় এবং ধীরে ধীরে ছাদ পিটিয়ে ঢাল মিলিয়ে নেয়া হয়। চুন সুরকীর জলছাদের বিভিন্ন পরিমাণ হিসাব করতে গেলে আমাদের কাজের পরিমাণ, চুন, সুরকী ও খোয়ার অনুপাত জানতে হবে। ধরি, কাজের পরিমাণ = ১০ ঘন মিটার এবং চুন , সুরকী এবং খোয়ার অনুপাত ২:২:৭।  চিটাগুড় ২০০ গ্রাম। অনুপাতের সমষ্টি = ২+২+৭ = ১১ শুষ্ক আয়তন ভেজা আয়তনের ১.৫ গুন বেশি। অতএব, শুষ্ক আয়তন = ১০ x ১.৫ = ১৫ ঘন মিটার ১. নির্ধারিত কাজে অনুপাত অনুযায়ী চুনের পরিমাণ চুনের পরিমাণ =১৫/১১×২=২.৭২=১৫/১১×২=২.৭২ ঘন মিটার ২. নির্ধারিত কাজে অনুপাত অনুযায়ী সুরকির পরিমাণ সুরকির পরিমাণ =১৫/১১×২=২.৭২=১৫/১১×২=২.৭২ ঘন মিটার ৩. নির্ধারিত কাজে অনুপাত অনুযায়ী খোয়ার পরিমাণ খোয়ার পরিমাণ =১৫/১১×৭=৯.৫৪=১৫/১১×৭=৯.৫৪ ঘন মিটার বা ৩০৫৫ টি ইট।(প্রতি ঘনমিটার খোয়ার জন্য ইট লাগে ৩২০ টি) ৪. নির্ধারিত কাজে অনুপাত অনুযায়ী চিটাগুড়ের পরিমাণ চিটাগুড় ২০০ গ্রাম ১০ বর্গ মিটার পরিমাণ কাজের জন্য।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর