সিস্টেম অফ ফোর্স

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 58324

যখন একাধিক বল কোন বস্তুতে প্রয়োগ করা হয় তখন একে সিস্টেম অফ ফোর্স বলে। একে বিভিন্ন ভাগে ভাগ করা যায়

১.কো-প্লানার: যখন সকল বলসমুহ একই তলে থাকে ( চিত্র ৫ এবং ৬ )

২.ননকোপ্লানার: যখন সকল বলসমুহ একই তলে থাকে থাকে না ( চিত্র ৭ এবং ৮ )

৩.কোনকারেন্ট: যখন সকল বলসমুহ একই বিন্দুতে মিলিত হয় ( চিত্র ৫ এবং ৭ )

৪.ননকোনকারেন্ট: যখন সকল বলসমুহ একই বিন্দুতে মিলিত হয় না ( চিত্র ৬ এবং ৮ )

৫.কোপ্লানার-কোনকারেন্ট: যখন সকল বলসমুহ একই তলে থাকে এবং একই বিন্দুতে মিলিত হয়

৬.কোপ্লানার-ননকোনকারেন্ট: যখন সকল বলসমুহ একই তলে থাকে  কিন্তু একই বিন্দুতে মিলিত হয় না

৭.ননকোপ্লানার-কোনকারেন্ট: যখন সকল বলসমুহ একই তলে থাকে থাকে না কিন্তু একই বিন্দুতে মিলিত হয়

৮.ননকোপ্লানার-ননকোনকারেন্ট: যখন সকল বলসমুহ একই তলে থাকে থাকে না এবং একই বিন্দুতে মিলিত হয় না

nonconcurrent-noncoplanner

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর