হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)
Md. Ashraful Haque
17 Mar, 2012
ভিউ : 153247

এর সাহায্যে গোলাকৃতির বস্তুর যেমন রড বা পাইপের উপরিভাগে অর্থাৎ বাইরের পৃষ্ঠে স্ক্রু-থ্রেড তৈরি করা যায়। এটি হাই কার্বন বা হাইস্পিড স্টিল দিয়ে তৈরি করা হয়। ডাই সাধারণত দুই প্রকার। যথা:-ক. সলিড ডাই খ. এডজাস্টেবল ডাই। অপেক্ষাকৃত কম ব্যাসের বস্তুতে যেমন- বোল্ট থ্রেড কাটার জন্য নিম্নের ডাই স্টক ব্যবহৃত হয়। বড় ব্যাসের পাইপের উপরিভাগে স্ক্রু থ্রেড তৈরি করার জন্য বিশেষ শ্রেণির ডাই স্টক প্রয়োজন। একে অনেক সময় ‘বুল ডগ ডাই স্টক’ও বলা হয়। এতে তিনটি বা চারটি ডাই স্টক আটকানো থাকে। পাইপের মাপ অনুসারে পৃথক ডাই সেট ব্যবহার করতে হয়। নিচের চিত্রে দেখানো হলো।
মন্তব্যসমূহ
এখনো কোনো মন্তব্য নেই।