ভাল রঙ এর বৈশিষ্ট্য
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 172393
১ টেকসই :
অবহাওয়ার কারণে রঙ এর বৈশিষ্ট ঠিক থাকবে। যেমন এর রঙ, মসৃনতা এবং জীবনকাল দীর্ঘ সময় ধরে ঠিক থাকবে।
২ ছড়ানোর বা ঢাকার ক্ষমতা :
রঙ সব জয়গাই সমান ভাবে ছড়াবে।
৩ পরিস্কার করার ব্যবস্থা :
পরিস্কার করার ক্ষমতা থাকবে। পরিস্কার করার সময় এর গুণাগুণ ঠিক থাকবে।
৪ পরিবেশ বান্ধব :
পরিবেশ বান্ধব হতে হবে যেন এর ব্যাবহার এ পরিবেশ এর কোনও ক্ষতি না হয়
৫ সৌন্দর্য্য :
অবশ্যই দেখতে সুন্দর হতে হবে। এর ব্যাবহার এর কারণে যেন দেখতে খারাপ না লাগে
৬ বাস্তবিক এবং সাশ্রয়ী হতে হবে :
দাম অবশ্যই কম হতে হবে এবং ব্যাবহার উপযোগী হতে হবে।
concrete doors