NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

রঙ এর গঠন তন্ত্র

Md. Ashraful Haque 17 Nov, 2012 ভিউ : 347728
concrete
রঙ এর গঠন তন্ত্র

রঙ

ধাতু, কাঠ আথবা প্লাসটার কে রক্ষা করার জন্য রঙ ব্যাবহার করা হয়। সৌন্দর্য্য বৃদ্ধির জন্যও এটি ব্যাবহার করা হয়।

রঙ এর গঠন তন্ত্র

তৈল রঙ এর মৌলিক উপাদান :

১। শরীর
২। মাধ্যম
৩। পিগমেন্ট বা রঞ্জক পদার্থ
৪। থিনার বা তরলিকরণ
৫। শুষ্ককারী

১। শরীর

  • রঙ এর প্রধান অংশ
  • রঙ এর ঝিল্লি কে শক্ত করে এবং ঘর্ষণ এর ফলে উপড়ে পড়া প্রতিরোধ করে
  • শুষ্ক হওয়ার সময় ফাটল প্রতিরোধ করে

সাধারণত সাদা শীষা, জিংক অক্সাইড, আইরন অক্সাইড, ধাতুক গুড় যেমন এলুমিনিয়াম ,কপার,ব্রোঞ্জ ইত্যাদির গুড়া। শরীর উপর নাম করেই সাধারনত রঙ এর নামকরণ করা হয়। জিংক পেইণ্ট, এলুমিনিয়াম পেইণ্ট ইত্যাদি।

২। মাধ্যম

  • তৈলাক্ত তরল যার মধ্যে শরীর এবং পিগমেন্ট দ্রবীভুত হয়।
  • ব্যবহারিক তল এর উপর সহজে ছড়িয়ে যেতে সাহায্য করে।
  • মাধ্যম হিসাবে তৈল সবচেয়ে বেশি ব্যাবহার করা হয়।

প্রধান কাজ হল ভিসকোসিটি বা সান্দ্রতা নিয়ন্ত্রণ করা।

৩। রজন

রঙ এর রঙ এই পিগমেন্ট হ রজন এর উপর নির্ভর করে।

৪। থিনার বা তরলিকরণ

এর ব্যাবহার করার কারণ

  • তারল্যতা বাড়ায়
  • রঙ কে মসৃণ করে
  • ছিদ্রের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে

তার্পিন হলো সাধারণ থিনার 

৫। শুষ্ককারী

  • মাধ্যম তাড়াতাড়ি শুকানোর জন্য
  • মাধ্যম তাড়াতাড়ি শক্ত হওয়ার জন্য
মন্তব্যসমূহ
এখনো কোনো মন্তব্য নেই।
লগইন করুন মন্তব্য করার জন্য