রঙ এর গঠন তন্ত্র
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 345810
ধাতু, কাঠ আথবা প্লাসটার কে রক্ষা করার জন্য রঙ ব্যাবহার করা হয়। সৌন্দর্য্য বৃদ্ধির জন্যও এটি ব্যাবহার করা হয়।
তৈল রঙ এর মৌলিক উপাদান :
১। শরীর
২। মাধ্যম
৩। পিগমেন্ট বা রঞ্জক পদার্থ
৪। থিনার বা তরলিকরণ
৫। শুষ্ককারী
সাধারণত সাদা শীষা, জিংক অক্সাইড, আইরন অক্সাইড, ধাতুক গুড় যেমন এলুমিনিয়াম ,কপার,ব্রোঞ্জ ইত্যাদির গুড়া। শরীর উপর নাম করেই সাধারনত রঙ এর নামকরণ করা হয়। জিংক পেইণ্ট, এলুমিনিয়াম পেইণ্ট ইত্যাদি।
২। মাধ্যম
প্রধান কাজ হল ভিসকোসিটি বা সান্দ্রতা নিয়ন্ত্রণ করা।
৩। রজন
রঙ এর রঙ এই পিগমেন্ট হ রজন এর উপর নির্ভর করে।
৪। থিনার বা তরলিকরণ
এর ব্যাবহার করার কারণ
তার্পিন হলো সাধারণ থিনার
মন্তব্য সমুহ