AutoCAD Tutorial-08

Md. Ashraful Haque, 12-Feb-2005
ভিউ : 114134

 

আগেরদিন আমরা ওয়াল তৈরি পর্যন্ত শিখেছিলাম। এখন এই ওয়ালটিকে আমরা ঠিক লেয়ারে দিয়ে দেব। এবং একই সংগে এর কিছু গুনাগুনও পরিক্ষা করবো ও প্রয়োজনে পরিবর্তন করবো

1.      প্রথমে লাইন দুইটি সিলেক্ট করি। এই সিলেক্ট দুই ভাবে করা যায়

a.       ডান থেকে বামে : এই ক্ষেত্র ওয়ালের ডানদিকের যেকোন জায়গায় ক্লিক করতে হবে। তারপর মাউস ওয়ালের বামদিকে নিয়ে আসতে হবে এবং কোন একটি ফাকা জায়গাতে ক্লিক করতে হবে। এইভাবে সিলেক্ট করলে সিলেকশন যে বক্স থাকে তার ভেতরে থাকা কোন বস্তুর পুর্ণাঙ্গ বা আংশিক থাকলে বস্তুটি সিলেক্ট হয়।

b.      বাম থেকে ডানে : এই ক্ষেত্র ওয়ালের বাম দিকে যেকোন জায়গায় ক্লিক করতে হবে। তারপর মাউস ওয়ালের ডানদিকে নিয়ে আসতে হবে এবং কোন একটি ফাকা জায়গাতে ক্লিক করতে হবে। । এইভাবে সিলেক্ট করলে সিলেকশন যে বক্স থাকে তার ভেতরে থাকা কোন বস্তুর শুধু পুর্ণাঙ্গ থাকলে বস্তুটি সিলেক্ট হয়।

2.      আপনার প্রয়োজনীয় বা সুবিধাজনক যেকোন একটি পদ্ধতিতে তা সিলেক্ট করতে পারেন।

3.      এখন mo লিখে এন্টার / স্পেসবার দিন। এতে করে properties উইন্ডো চালু হবে। এর মধ্যে এই লাইনের বিভিন্ন প্রপার্টিজ বা ধর্ম দেখা ও পরিবর্তন করা যাবে

ছবিটি হবে নিচের মত

4.      এখান থেকে আপনি লাইনের রং, লেয়ার, টাইপ/ধরণ, মোটা-চিকন, স্থানাংক এইগুলি দেখতে ও পরিবর্তন করতে পারবেন। যেই ঘরগুলি সাদা সেইগুলি পরিবর্তন করা যাবে। কিন্তু যেইগুলি ধুসর সেইগুলি পরিবর্তন করা যাবে না

5.      এখান থেকে লেয়ার পরিবর্তন করে ওয়াল করে দিতে হবে, কেননা এটা ওয়াল।

6.      টুলবার থেকেও এই লেয়ার পরিবর্তন করা যায়। লাইন বা কোন অবজেক্ট সিলেক্ট করলে তার সাথে সম্পর্কিত টুলবার সচল হয়। একে রিবন বলে। এই রিবন 2007 ভার্সন থেকে চালু হয়।

রিবনটি দেখতে নিচের মত

7.      এবার আমরা কলাম তৈরি করবো

8.      রিবন টুলবাল থেকে লেয়ার কলাম কে সিলেক্ট করি, এখানে Dimension লেয়ার একটিভ আছে।  এই Dimension লেখার উপর ক্লিক করলে বিভিন্ন লেয়ারে নাম আসবে। যা নিচের ছবির মত দেখাবে

9.      এখান থেকে Wall লেয়ারে ক্লিক করতে হবে। এখন আমরা যা কিছু ড্রয়িং করবো তা এই লেয়ারে চলে যাবে।

10.  কলাম আমরা লাইন দিয়েও করতে পারি, তবে একানে আমরা rectangle দিয়ে করবো।

11.  এর জন্য rec লিখে স্পেসবার দিয়ে এই কমান্ড একটিভ করি

12.  Osnap অন থাকা অবস্থায় বামের লাইনের উপরে শেষ মাথাতে ক্লিক করি

13.  কলামের সাইজ যেহেতু ১২" X ১৫" , তাই "@12,15" লিখে স্পেসবার দিতে হবে। এখানে @ দিলে লাইনের শেষমাথাকে 0,0 ধরে ক্যাড কাজ শুরু করবে। 12 হলো ভুমি এবং 15 হলো লম্ব।। @ চিহ্ন না দিলে আসল 12,15 স্থানাংকে পর্যন্ত চতুর্ভুজ অংকিত হবে।  rectangle কমান্ড মুলত একটি চতুর্ভুজের দুইটি কর্ণার এর স্থানাংক থেকে চতুর্ভুজ তৈরি করে।

14.  এই পর্যন্ত আমাদের একটি দেয়াল ও একটি কলাম অংকিত করা হয়েছে।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর