NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

AutoCAD tutorial-04

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 29267

আজ থেকে শুরু করবো একটি বাস্তব ড্রয়িং। এই ড্রয়িং করতে গিয়ে আমি ক্যাড এ যা যা করেছি তাই তুলে ধরব ধাপে ধাপে আশা করি এটি আপনাদের জন্য বেশি সহজবোধ্য হবে।

নিচে ড্রয়িংটির একটি ছবি যোগ করা হল

autocad sample drawing

প্রথমেই আমি এই ড্রয়িং করার জন্য প্রয়োজনীয় সেটিংস ঠিক করে নিয়েছি।

যেমন:

১। ইউনিট আর্কিটেকচারাল করেছি যা আমি autocad-tutorial-03 তে দেখিয়েছি

২। প্রয়োজনীয় লেয়ার নিয়েছি। এবং এর কালার বা রং, লাইন এর ধরন, লাইনের থিকনেস বা মোটা-চিকন নির্বাচন করেছি

৩। টেক্স স্টাইল ঠিক করেছি।

৪। ডাইমেনশন স্টাইল ঠিক করেছি।

উপরের কাজগুলি শেষ করার পর ড্রয়িং করা শুরু করেছি। এবং দুই নাম্বার ধাপ থেকে বিস্তারিত আমি আপনাদের সামনে নিয়ে আসবো খুব শিঘ্রই। আপনাদের দোয়া এবং উৎসাহ কামনা করছি