সেলফ কমপ্যাক্টিং কংক্রিট
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 36206
এই কংক্রিট এ কোন ভাইব্রেশন লাগে না। নিজস্ব ভারেই এটি কমপ্যাক্ট হয়ে থাকে। একে অনেক সময় সেলফ কনসোলিডেটেড কংক্রট বা ফ্লোইং কংক্রিট বলে। এই উচ্চ ক্ষমতার কংক্রিট। কিন্তু এই কংক্রিট এর কার্যউপযোগীতা বেশি।
এর প্রকারভেদ:
অত্যন্ত তারল্য, প্রবাহ ছকে সাধারণত ৬৫০-৭৫০ মি:মি:
কোন ভাইব্রেটর এর দরকার পড়ে না
সহজে স্থাপন করা যায়
পানিপাত হয়না এবঙ এগ্রিগেড এর বিচ্ছিন্নকরণও হয়না
মন্তব্য সমুহ