NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

সেলফ কমপ্যাক্টিং কংক্রিট

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 36337

এই কংক্রিট এ কোন ভাইব্রেশন লাগে না। নিজস্ব ভারেই এটি কমপ্যাক্ট হয়ে থাকে। একে অনেক সময় সেলফ কনসোলিডেটেড কংক্রট বা ফ্লোইং কংক্রিট বলে। এই উচ্চ ক্ষমতার কংক্রিট। কিন্তু এই কংক্রিট এর কার্যউপযোগীতা বেশি। 

এর প্রকারভেদ:

  • অত্যন্ত তারল্য, প্রবাহ ছকে সাধারণত ৬৫০-৭৫০ মি:মি:

  • কোন ভাইব্রেটর এর দরকার পড়ে না

  • সহজে স্থাপন করা যায়

  • পানিপাত হয়না এবঙ এগ্রিগেড এর বিচ্ছিন্নকরণও হয়না

এর ব্যবহার উপযোগিতা:

  • যেখানে ভাইব্রেশন করা সম্ভব না সেখানে এটি ব্যবহার করা হয়। যেমন: মাটির নিচে, গভীর কুপে বা সমুদ্রের নিচে
  • ৫০ শতাংশ মজুরী খরচ কমিয়ে দেয়
  • ৮০ শতাং দ্রুত ঢালা যায়