কলামে রড ও কংক্রিটের লোডের ভাগাভাগি

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 138618

একটি কলামের কংক্রিট কত ভাগ লোড নেয় এবং রিবার বা রড কত ভাগ লোড নেয়??
ধরে নেই একটি কলামের সাইজ  Ag
এবং ধরে নেই এখানে রডের পরিমাণ Ast= Ag*1.5%
কংক্রিট এর স্ট্রেন্থ fc এবং স্টীল এর স্ট্রেন্থ fy
এখন সুত্র অনুসারে কংক্রিট এর লোড এর পরিমাণ
0.85fc(Ag-Ast)=0.85fc(Ag-0.015*Ag)=0.85fc*0.985Ag=0.84*fc *Ag
এবং সুত্র অনুসারে রিবার বা রড লোড নেয়
Ast*fy = 0.015*Ag* fy


এখন যদি fc=3,000 psi এবং fy=60,000 psi হয়ে থাকে তাহলে
রডের শতকরা ভাগ হবে
(0.015*Ag*fy)/(0.84*fc*Ag +0.015Ag*fy)
=(0.015*Ag*60)/(0.84*3*Ag+0.015*Ag*60)
=(0.9*Ag)/(2.52*Ag+0.9*Ag)
=0.9/3.42
=0.26
=26%
কংক্রিটের শতকরা ভাগ হবে 100%-26%=74%


যদি fc=4,000 psi এবং fy=60,000 psi হয়ে থাকে তাহলে
রডের শতকরা ভাগ হবে
(0.015*Ag*fy)/(0.84*fc*Ag +0.015Ag*fy)
=(0.015*Ag*60)/(0.84*4*Ag+0.015*Ag*60)
=(0.9*Ag)/(3.36*Ag+0.9*Ag)
=0.9/4.26
=0.21
=21%
কংক্রিটের শতকরা ভাগ হবে 100%-21%=79%


যদি fc=4,000 psi এবং fy=40,000 psi হয়ে থাকে তাহলে
রডের শতকরা ভাগ হবে
(0.015*Ag*fy)/(0.84*fc*Ag +0.015Ag*fy)
=(0.015*Ag*40)/(0.84*4*Ag+0.015*Ag*40
=(0.6*Ag)/(3.36*Ag+0.6*Ag)
=0.6/3.96
=0.15
=15%
কংক্রিটের শতকরা ভাগ হবে 100%-15%=85%

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর