NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

ভুমিকম্পের সময় কি করতে হবে?

Md. Ashraful Haque, 10-Jul-2010
ভিউ : 80259

বর্তমানে ভুমিকম্প প্রায়শই দেখা দিচ্ছে। কিন্তু আমরা অনেকেই জানিনা আমাদের কি করতে হবে। ফলে আমরা অনেক সময় ভুল করে থাকি। এতে করে বিপদের সম্ভাবনা আরও বেশি দেখা দিতে পারে। তাই নিচে আমি কিছু বিষয় তুলে ধরলাম

ঘরের মধ্যে থাকলে যা করতে হবে

  • ঘরের মধ্যেই থাকতে হবে
  • শক্ত কোন আসবাবপত্রে আশ্রয় নিতে হবে
  • মাথায় হেলমেট পরতে হবে
  • যেই আসবাবপত্রে আশ্রয় নিবেন সেটা ভালভাবে ধরে রাখতে হবে যাতে এর সাথে আপনি থাকেন
  • হুইল চেয়ারে থাকলে চাকা লক করে দিতে হবে।

ঘরের বাইরে থাকলে যা করতে হবে

  • ঘরের বাইরেই থাকতে হবে
  • বাড়িঘর থেকে দুরে ফাকা স্থানে অবস্থান নিন
  • অনেক মানুষের ভিড় থাকলে ধিরে সুস্থে চলাচল করুন।

গাড়ির মধ্যে থাকলে যা করতে হবে

  • রাস্তার পাশে ফাকা স্থানে গাড়ি নিয়ে যাবেন যাতে করে রাস্তা ব্লক না হয়। প্রয়োজনিয় জরুরি গাড়ি রাস্তা দিয়ে সহজে চলাচল করতে পারে।
  • সকল প্রকার কাঠামো থেকে দুরে থাকুন যেমন- ব্রিজ, টানেল, বাড়িঘর ইত্যাদি
  • গাড়ির ভেতরে অবস্থান করুন এবং রেডিও শুনুন
  • বাসের মধ্যে থাকলে বাস না থামা পর্যন্ত নিজের জায়গায় স্থির থাকুন