Shotcrete ( শটক্রিট )
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 124521
চাপানো বাতাস দিয়ে কংক্রিট কাঠামোতে দেয়া হয়। একে শটক্রিট বলে।
এটি হোস পাইপ এবং বায়ুচালিত শটক্রিট নোজল দিয়ে উচ্চ বেগে কাঠামোতে দেয়া হয়। যার ফলে দেয়ার সময় এই কমপ্যাক্ট হয়ে যায়।
যেকোন আকৃতির কাঠামোতে এটি ব্যবহার করা যায়।
এটি খাড়া মাটি বা পাথরে খুব ব্যবহুত হয়, করণ এতে ফর্মওয়ার্ক লাগে না।
টানেল এ পাথরের সাপোর্ট বা ভারবহন এ কখনও কখনও ব্যবহার করা হয়।
যেখানে সিপেজ একটি বড় বিষয়, সেখানে এটি ব্যবহুত হয়।
ঢিল মাটি যেখানে, সেখানে এই কংক্রিট ব্যবহার করা হয় দ্রুত জমাট বাধার জন্য।
মন্তব্য সমুহ