NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

Shotcrete ( শটক্রিট )

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 124553

  • চাপানো বাতাস দিয়ে কংক্রিট কাঠামোতে দেয়া হয়। একে শটক্রিট বলে।

  • এটি হোস পাইপ এবং বায়ুচালিত শটক্রিট নোজল দিয়ে উচ্চ বেগে কাঠামোতে দেয়া হয়। যার ফলে দেয়ার সময় এই কমপ্যাক্ট হয়ে যায়।

  • যেকোন আকৃতির কাঠামোতে এটি ব্যবহার করা যায়।

  • এটি খাড়া মাটি বা পাথরে খুব ব্যবহুত হয়, করণ এতে ফর্মওয়ার্ক লাগে না।

  • টানেল এ পাথরের সাপোর্ট বা ভারবহন এ কখনও কখনও ব্যবহার করা হয়।

  • যেখানে সিপেজ একটি বড় বিষয়, সেখানে এটি ব্যবহুত হয়।

  • ঢিল মাটি যেখানে, সেখানে এই কংক্রিট ব্যবহার করা হয় দ্রুত জমাট বাধার জন্য।