ইটের কাজে সিমেন্ট ও বালুর অনুপাত

Md. Ashraful Haque, 11-May-2011
ভিউ : 114107

ইটের কাজে সিমেন্ট ও বালুর অনুপাত
১:৭এতে বন্ধন শক্তি কম। নিচের কাজের জন্য এগুলি ব্যবহার করা যেতে পারে
  • একতলা বাড়ি
  • যেখানে বিমের লোড এর উপর পড়বে না এবং অন্য কোন লোড থাকবে না
  • অস্থায়ি কাঠামোতে
  • আধা-অস্থায়ি কাঠামোতে
  • টো’ দেয়াল (বাধ বা ব্রীজ এর নিচে ব্যবহুত দেয়াল)
১:৬এই ইটের কাজের বন্ধন শক্তি মাঝারি। এর দ্বারা ব্যবহুত নির্মান কাঠামো
  • গুরুত্বপুর্ণ বাড়ি-ঘর.
  • ৩ তলা বিশিষ্ট বাড়ি
  • শক্তিশালি দেয়াল যা স্ল্যাব বা বীমের লোড নেয়
  • খুব বৃষ্টিযুক্ত এলাকা
১:৪খুব শক্তিশালি বিল্ডিং এর জন্য এর ব্যবহার করা যায়
  • বহুতল ভবন
  • অনেক বেশি লোড সম্পন্ন দেয়াল নির্মানে
  • যেখানে ভাইব্রেশন বেশি হয়ে থাকে
  • ভুমিকম্প ঝুকিযুক্ত এলাকাতে
  • ফ্রি-এ্যান্ড দেয়াল। অথাৎ যার শেষমাথা উম্মুক্ত থাকে। যেমন পেরাপেট,বাউন্ডারি ইত্যাদি
  • ইটের পিলার
বি:দ্র:১:৩ এর চেয়ে বেশি মসলা ব্যবহার করা হয় না। কারন এর শ্রিঙ্কেজ বেশি হয়।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর