বাড়ি তৈরি বিভিন্ন অংশের মাপ বা আকার বা আয়তন

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 50897

বিভিন্ন অংশনিয়মাবলী
প্লিন্থউচ্চতা 150 মিমি বা 6 ইঞ্চির কম হবে না।
লিভিং রুম বা ড্রয়িং রুমউচ্চতা 2.75 মিটার এর কম হবে না।
আয়তন 9.5 বর্গমিটার এর কম হবে না।
কোনপাশের দৈর্ঘ্য 2.4 মিটার এর কম হবে না।
রান্নাঘরউচ্চতা 2.75 মিটার এর কম হবে না।
আয়তন 5 বর্গমিটার এর কম হবে না।
কোনপাশের দৈর্ঘ্য 1.8 মিটার এর কম হবে না।
টয়লেটমাঝের খালি উচ্চতা 2 মিটার এর কম হবে না।
সাইজ 1.8 বর্গমিটার এর কম হবে না।
স্টোর রুমউচ্চতা 2.2 মিটার এর কম হবে না।
আয়তন 3 বর্গমিটার এর কম হবে না।
গ্যারেজউচ্চতা কমপক্ষে 2.4 মিটার হতে হবে।
আয়তন কমপক্ষে 2.5 মিটার X 5 মিটার হতে হবে।
সিড়িবাসার জন্য চওড়া 1 মিটার, হলরুমের জন্য 1.5 মিটার, প্রতিষ্ঠানের জন্য 2 মিটার।
পাদানি বা ধাপের চওড়া কমপক্ষে 250 মিমি
একটা ধাপের উচ্চতা 150 মিমি।
যেকোন জায়গাতে খাড়া খালি উচ্চতা (হেডরুম) 2.2 মিটার।
আলো-বাতাসের ব্যবস্থাআলো-বাতাসের প্রবেশের জন্য কমপক্ষে নিচের মত খোলা দেয়াল থাকতে হবে
1. গরম আবহাওয়াতে মেঝের দশ ভাগের এক ভাগ পরিমাণ
2. ভেজা গরম আবহাওয়াতে মেঝের ছয় ভাগের এক ভাগ
3. সাধারণ আবহাওয়াতে মেঝের আট ভাগের এক ভাগ।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর