সর্বাধিক পঠিত রঙ এর গঠন তন্ত্র কংক্রিট এর সেটিং ভাল রঙ এর বৈশিষ্ট্য কখন এবং কিভাবে রং করতে হয় হ্যান্ড ডাই স্টক (Hand Die Stock)

AutoCAD tutorial-11

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 65014

    1. আমরা দুইটি ওয়াল,কলাম এবং রেইলিং করেছি। এখন বারান্দার জন্য 5” দেয়াল করবো। এই দেয়ালটি 3’-4” দুরে আছে দেয়ালের নিচের শেষ মাথা থেকে। এখন যেই কাজ করতে হবে তা হলো
    2. গত পর্ব পর্যন্ত আমরা নিচের মত ড্রয়িং করেছিলাম।
    3. এখন আমরা ডান দিকের উপরের বাকা দেয়াল এবং জানালা করবো।
    4. প্রথমে লাইন কমান্ড এক্টিভ করে উপরের কলামের ডানের-উপের কোনাতে ক্লিক করি
    5. এবার মাউস উপরেরদিকে নিয়ে 5'7-1/4 লিখে স্পেস দেই।
    6. এখন রোটেট কমান্ড দিয়ে 45 ডিগ্রি ঘোরাতে হবে।
    7. ESC দিয়ে লাইন কমান্ড থেকে বের হয়ে আসি
    8. এবার রোটেট কমান্ড চালু করার জন্য ro লিখে স্পেস বা এন্টার দেই। রোটেট বা ঘোরানোর জন্য নিচের ধাপগুলি প্রয়োজন
      1. যেই অবজেক(গুলি) ঘোরাতে চাই সিলেক্ট করতে হবে। এই ক্ষেত্রে লাইনের উপরে ক্লিক করি। উইন্ডো আকারে সিলেক্ট করি। এবার স্পেস দেই। স্পেস দেয়ার অর্থ হলো , সিলেক্ট করার কাজ শেষ।
      2. এবার কোন বিন্দুর সাপেক্ষে ঘুরবে সেই বিন্দুতে ক্লিক করতে হবে। এখানে এইলাইনটির একদম নিচের বিন্দু ( কলামের উপর-ডানের বিন্দু) এর উপর ক্লিক করি।
      3. এবার কত ডিগ্রি ঘুরবে তা উল্লেখ করতে হবে। এখানে 45 লিখে স্পেস দিতে হবে। সাধারণত কোন পরিমাপ দিলে ঘড়ির কাটার বিপরিতে ঘোরে। তবে ঘড়ির কাটার দিকেও ঘোরানো যায়। ইউনিট সেটাপ থেকে এটা করা যা।
    9. এবার সর্ব উপরের 3'5-7/16" লাইনটা করবো। এই জন্য লাইন কমান্ড ব্যবহার করে, বাকা লাইনের শেষ বিন্দুতে ক্লিক করে, বামে মাউস নিয়ে 3'5-7/16" লিখে স্পেস দিতে হবে। সব সময় খেয়াল রাখবেন orhto অন আছে কিনা। না থাকে f8 চাত দিয়ে অন/অফ করতে হবে। এবার ESC দিয়ে কমান্ড থেকে বের হয়ে আসতে হবে।
    10. অফসেট কমান্ড দিয়ে এখন এই লানের সমান্তরাল 5" লাইন করবো।অফসেট কমান্ড আগেই সেখানো হয়েছে
    11. এখন ফিলেট কমান্ড ব্যবহার করে বাড়তি অংশ মুছে ফেলতে হবে।
    12. এই জন্য ফিলেট কমান্ড একটিভ করে ( f  দিয়ে স্পেস) 1 এবং 2 এর উপর ক্লিক করতে হবে।
    13. এবার ট্রিম কমান্ড একটিভ করে কলামের মধ্যের বাড়তি অংশ কেটে ফেলতে হবে। এটা যদিও আমাদের ড্রয়িং এ নাই। তবুও ট্রিম কমান্ড একবার দেখে নেওয়ার জন্য করছি। এই ক্ষেত্রে tr লিখে স্পেস দিতে হবে।
      1. এবার কলামের উপর ক্লিক করে স্পেস দিতে হবে। কেননা কলামের সাপেক্ষে লাইনটা কাটতে হবে।
      2. এবার কলামের ভেতরের লাইনের বাড়তি অংশের উপর ক্লিক করতে হবে।
    14. একদম উপরের 5" ওয়ালের বামের মুখ বন্ধ করতে হবে। লাইন কমান্ড দিয়ে আমরা এই কাজটি করে নেই
    15. এবার ডানের কলামের বামের-উপরের কোনা থেকে উপরের দিকে একটি লাইন আঁকি।
    16. এবার নিচের বাকা দেয়াল এবং কিছুক্ষন আগে করা লাইন ফিলেটের মাধ্যমে দুইটি লাইন ফিলেট করি
    17. এখন আমরা শিখবো জানালা করা।
    18. এই জন্য জানালা লেয়ার একটিভ করে নেই। দুই ভাবে করতে পারি
      1. উপরের টুলবার থেকে লেয়ার এর ড্রপডাউন থেকে window লেয়ার এর উপর ক্লিক করি
      2. লেয়ার কমান্ড ( la ) দিয়ে লেয়ার ডায়ালগ বক্স নিয়ে আসি। এবার উইন্ডো লেয়ার এর উপর ডাবল ক্লিক করি।
    19. এতে করে এখন নতুন যা কিছু ড্রয়িংক করবো তা এই লেয়ারে আসবে।
    20. তবে মনে রাখতে হবে অফসেট করলে লাইন কিন্তু যেইটার অফসেট করা হয়েছে, সেই লেয়ারে হবে,যেই লেয়ারই একটিভ থাকুক।
    21. যেই অবজক্ট বা উপাদানগুলির লেয়ার পরিবর্তন করতে চান, সেইগুলি সিলেক্ট করে, উপরের লেয়ার ড্রপ-ডাউন থেকে ঐ লেয়ারের উপর ক্লিক করলেই পরিবর্তন হয়ে যাবে।
    22. এবার লাইন কমান্ড একটিভ করি। আমরা জানালটাটি বাকা ওয়ালের উপরের লাইনের মাঝে করবো।
    23. তাই এবার SHIFT ধরে মাউসের ডান-বাটন ক্লিক করি। এবার নিচের মত মেনু আসবে

    1. এখান থেকে Midpoint এর উপর ক্লিক করি। এখন উপরের বাঁকা লাইনের উপর মাউস নিলে কার্সর মাঝে চলে যাবে এবং ত্রিভুজ আকৃতির দেখাবে। ত্রিভুজ মানে মধ্যখান। ক্লিক করলে লাইনের প্রথম বিন্দু নির্বাচন য়ে গেলি।
    2.  এবার ঐ বিন্দু থেকে নিচের বাঁকা লাইনের উপর লম্ব আঁকতে হবে। তাই আবার শিফট ধরে রাইট বাটন ক্লিক করি। মেনু থেকে Perpendicular এর উপর ক্লিক করতে হবে। তারপর নিচের লাইনের কাছে কার্সর নিয়ে ক্লিক করতে হবে।
    3. এবার এস্কেপ (ESC) দিয়ে লাইন কমান্ড থেকে বের হয়ে আসি।
    4. এখন অফসেট কমান্ডের সাহায্যে এই নতুন লাইনের দুই দিকে 1'-6" করে অফসেট করি।
    5. এখন মাঝের ছোট লাইনটি মুছে ফেলি। দুই ভাবে মুঝতে পারি
      1. লাইন সিলেক্ট করে e লিখে স্পেস। ই- তে ইরেজার হয়।
      2. সিলেক্ট করে কি-বোর্ড এর ডিলিট বাটনে চাপ দেয়া।
    6. এবার ট্রিম করে জানালার জন্য ফাকা করবো। এই ট্রিম আগের ট্রিম কমান্ডের মতই, শুধু একটু টেকনিক আলাদা
      1. ট্রিম কমান্ড একটিভ করি tr লিখে স্পেস দিয়ে
      2. এবার আবার স্পেস দেই। এখানে কোনটার সাপেক্ষে কাটতে হবে তা নির্বাচন না করেই স্পেস দিয়েছি। যাতে করে যেই লাইনগুলির উপর ক্লিক করবো, ক্লিক করা বিন্দু থেকে দুরে লাইন বরাবর যেই দুই দিকে বাধা পাবে তার মাঝের অংশ কেটে ফেলবে।
      3. এখনে আমরা যেই অংশে জানালা হবে, মানে কিছুক্ষন আগে করা ছোট দুই লাইনের মাঝে।
      4. তাই এই মাঝের বাকা দুই লানের উপর ক্লিক করতে হবে।

  1. এখন লাইন কমান্ড দিয়ে 1 ও 2 এর উপর ক্লিক করতে হবে।
  2. স্পেস দিয়ে আবার লাইন কমান্ড একটিভ করতে হবে। উল্লেখ্য কোন কমান্ড একটিভ না থাকলে, সেই অবস্থায় স্পেস দিলে আগের কমান্ড একটিভ হবে।
  3. এখন 3 ও 4 এর উপর ক্লিক করতে হবে।
  4. এইবার এই দুই লাইন থেকে ভেতরের দিকে 1.5" করে অফসেট করতে হবে।
    1. অফসেট কমান্ড একটিভ করি ( o লিখে স্পেস )।
    2. দুরত্ব হিসাবে 1.5 লিখে স্পেস দেই
    3. এবার জানালার উপরের লাইনের উপর ক্লিক করে তারও উপর দিকের যেকোন ফাকা স্থানে ক্লিক করি।
    4. এবার জানালার নিচের লাইনে উপর ক্লক করে তার নিচের দিকের যেকোন ফাকা স্থাকে ক্লিক করি।
    5. এবার ESC দিয়ে কমান্ড থেকে বের হয়ে আসি।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর