সবুজ প্রযুক্তিতে সবুজ ভবন
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 22634
‘দখিন দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারী তাহার প্রজা।
পশ্চিম দুয়ারীর মুখে ছাই, উত্তর দুয়ারীর খাজনা নাই।’
বাড়ি নির্মাণ বিষয়ে খনার এ বচনটি বহুল প্রচলিত। ঘর বাঁধার স্বপ্ন মানুষ অনেক আগে থেকেই দেখে আসছে। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্য-বস্ত্রের পরেই যে চাহিদাটি বহু যুগ যুগ ধরে মুখ্য হয়ে ওঠে, সেটি হল তার বাসস্থান-বাড়ি। শুধু ইটের উপর ইট গাথলে বা চারিধারে দেয়াল ও উপরের ছাদের মধ্যে আবদ্ধ থাকলেই সেটা বাড়ি হয়ে ওঠেনা। সারাজীবনের সঞ্চয় দিয়ে বাড়ি বানাতে গেলে বেশ ভাবনা-চিন্তা করা প্রয়োজন। কারণ যে বাড়ি নিজের ও আপনজনের শেষ আশ্রয়স্থল হবে, সে বাড়ি কতটা বসবাসযোগ্য বা ব্যবহার উপযোগি হয়েছে এবং আশেপাশের পরিবেশের উপর কতটা প্রভাব ফেলছে তার চুলচেরা বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। সেই কারনে মানুষের সাহায্য করবার জন্য এগিয়ে এসেছে স্থপতি-প্রকৌশলী-নির্মাতা ইত্যাদি ব্যক্তি ও গোষ্ঠি। একটি চার দেয়াল ঘেরা জায়গা কে পুর্ণাঙ্গ বাড়ি হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে এই সব গোষ্ঠির রয়েছে বিস্তর ভুমিকা।
পৃথিবীর জনসংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এই বিপুল জনসংখ্যা কে সামাল দিতে গিয়ে সমানতালে বেড়ে চলেছে শিল্প-কলকারখানা-আবাসন। সেই সাথে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবীর জলবায়ু। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির যুগে সচেতন মানুষ মাত্রই গ্রীন হাউস গ্যাস বা গ্রীন হাউস ইফেক্ট সম্পর্কে কম-বেশী অবগত। বিশ্বের বড় বড় নামকরা বিজ্ঞানীগণ এই বৈশ্বিক উষ্ণতা থেকে মুক্তি উপায় নিয়ে চিন্তা করে চলেছেন প্রতি নিয়ত। প্রকৌশলীরাও এই বৈশ্বিক উষ্ণতা বিষয়ক মুক্তি পথের সন্ধানে খুব একটা পিছিয়ে নেই। পরিবেশবান্ধব ভবন নির্মাণের ব্যাপারে গবেষণার কাজ শুরু হয়েছে সেই ১৯৭০ সাল থেকে। এই পরিবেশবান্ধব ভবনের একটি সুন্দর নামও দেয়া হয়েছে। এই ধরণের ভবনকে প্রকৌশলীগণ আদর করে গ্রীন বিল্ডিং বা সবুজ ভবন নামে ডেকে থাকেন। সবুজ ভবনের ধারণাটি মূলত জ্বালানীর অপচয়-অপব্যবহার রোধ এবং ভবনটিকে পরিবেশের সাথে মানানসই করবার একটি প্রয়াস।
একটি ভবনকে সবুজ ভবন হিসাবে বিভিন্ন ভাবে নির্মান করা যেতে পারে। এর জন্য প্রয়োজন স্থপতি-প্রকৌশলী-বাড়ির মালিকের ঐকান্তিক সদিচ্ছা, এক ও অভিন্ন মানসিকতা। পৃথিবীকে পরবর্তি প্রজন্মের জন্য বাসযোগ্য করে যাবার আগ্রহ থেকেই সূচিত হয়েছে সবুজ ভবনের ধারণা। এই ধারণার শুরুতে আমরা একটি ভবনের জীবন-চক্রের দিকে আলোকপাত করতে পারি। ‘জমি অধিগ্রহণ’ থেকে শুরু হয় ভবনের জীবন-চক্রের যাত্রা। আর শেষ হয় ‘ধ্বংস করে নতুন ভবন নির্মাণের চিন্তা’ এর মাধ্যমে। এই দুই পর্যায়ের মাঝে আরও কিছু পর্যায় আছে যা নিচে চিত্রের মাধ্যমে দেখানো হল।
[চিত্রঃ ভবনের জীবন-চক্র]
এখন এই ভবনটিতে যদি জীবন-চক্রের প্রতিটি পর্যায় চলাকালীন সময়ে শক্তি অপচয়ের পরিমান কম হয়, জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কম হয় এবং ভবনটি যদি পরিবেশের কোন রকম ক্ষতির কারণ না হয় তাহলে এই ভবনটি কে সবুজ ভবন বলা যেতে পারে।
জীবন-চক্রের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে ভবন কে একটি আদর্শ সবুজ ভবন হিসাবে নির্মাণ করা যায়। প্রথমত, জমি অধিগ্রহনের বিষয়টিই বিবেচনা করা যাক। জমি অধিগ্রহনের শুরুতে খেয়াল রাখা প্রয়োজন যেন বনায়ন ধ্বংস করে বা উর্বর জমি নষ্ট করে ভবনটি তৈরি না হয়। অর্থ্যাৎ ভবন তৈরির জন্য অনুর্বর-পতিত জমি নির্ধারণ করা খুবই জরুরী।
দ্বিতীয়ত, ভবনের নকশা প্রনয়ণ পর্যায়টি যেকোন ভবন নির্মাণের পূর্বে খুবই গুরুত্বপূর্ণ অংশ। এ পর্যায়ে সবুজ ভবনের ধারণা মাথায় রাখা বিশেষ ভাবে প্রয়োজন। নকশা প্রনয়ণের সময়টিতে মনে রাখতে হবে যেন ভবনটি উত্তর-দক্ষিন-পূর্ব-পশ্চিম হিসাব করে নকশা করা হয় এবং সেই সাথে ভবনের জানালা-দরজার প্রশস্ততা ও উচ্চতা সঠিকভাবে নির্ধারিত হয়। দিক হিসাব করে কোন ভবন নকশা করলে ভবনটির প্রতিটি ঘর খোলামেলা হয় এবং ঘরের ভিতর প্রচুর আলো-বাতাস চলাচল করে। যার ফলে ঘরটিকে অযথা কৃত্রিমভাবে আলোকিত করবার অথবা শীতাতপ নিয়ন্ত্রনের ব্যবস্থার প্রয়োজন হয় না। এর মাধ্যমে বিদ্যুৎব্যবস্থার উপর চাপ অনেকটাই কম পড়বে এবং তার সাথে জীবাশ্ম জ্বালানী ব্যবহার কম হবে। বর্ষাকাল ছাড়াও আমাদের দেশে প্রতি বছর বিভিন্ন ঋতুতে বেশ ভাল পরিমান বৃষ্টিপাত হয়। প্রকৌশলীগণ এই বৃষ্টির পানি কে সংরক্ষন করে টয়লেটে ফ্ল্যাশ ও অন্যান্য বাহ্যিক কাজে (যেখানে বিশুদ্ধপানির প্রয়োজন নেই) ব্যবহার করার প্রস্তাব দিয়ে থাকেন। শুধু তাই নয় গোসল বা হাত-মুখ ধোয়ার পর পরিত্যাক্ত পানিকেও একইভাবে ব্যবহার করা যেতে পারে। এতে করে ভুগর্ভস্থ পানির উপর নির্ভরতা অনেকটাই কমে যাবে। এই প্রযুক্তিটি অবশ্য বহু পূর্বে মোঘল স্থাপত্যের বিভিন্ন ভবনে দেখা যায়। প্রকৌশলীগণ এই প্রযুক্তিটি ব্যবহারের মাধ্যমে সবুজ ভবন নির্মাণে আরও একধাপ গিয়েছেন।
একটি ভবনের জীবন-চক্রের তৃতীয় ধাপ হল নির্মাণকালীন পর্যায়। এ পর্যায় কে সাফল্যমন্ডিত করতে অর্থ্যাৎ সাদামাটা একটি ভবন কে সবুজ ভবন নির্মাণের ক্ষেত্রে প্রকৌশলীগন নিরন্তরভাবে সবুজ উপাদানের খোজ করে চলেছেন। ভবন তৈরি করতে যেসব সবুজ উপাদান সাধারণত ব্যবহারের জন্য প্রকৌশলীগন পরামর্শ প্রদান করে থাকেন, সেসব উপাদানগুলোর বৈশিষ্ঠ্য নিচে আলোচনা করা হলঃ
এ সব ক্ষেত্রে প্রকৌশলীগণ সবুজ উপাদান হিসাবে অ্যালুমিনিয়াম, প্লাষ্টিক, লোহা, লাইমষ্টোন, ইট, সিরামিক্স টাইলস, বাঁশ, কাঠ,কাঁচ, বালি ইত্যাদি ব্যবহার করার বিষয়ে মতামত দিয়েছেন। কেননা এই সমস্ত উপাদানগুলোকে পরবর্তিতে বিভিন্ন সময়ে পূনর্ব্যবহার করা যায় এবং প্রতিটি উপাদান দীর্ঘ দিন পর্যন্ত ব্যবহার করা যায়।
[চিত্রঃ একটি আদর্শ সবুজ ভবনের লম্বচ্ছেদ; সূত্রঃ ইন্টারনেট]
ভবনের সবচেয়ে লম্বা পর্যায় হল ব্যবহারকালীন পর্যায়। এই পর্যায়ে প্রকৌশলীগণ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বেশ কিছু বিষয়ে চিন্তা শুরু করেছেন। যেমনঃ অনেকসময় প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা করার ও খাবার পচন রোধের জন্য এ, সি ও রেফ্রিজারেটরের ব্যবহার করা প্রয়োজন হয়। এ, সি বা রেফ্রিজারেটরে আগে সি,এফ,সি (ক্লোরো-ফ্লোরো কার্বন) নামে একধরণের কেমিক্যাল ব্যবহার করা হত। কিন্তু ঐ কেমিক্যালটি বেশ ক্ষতিকর হওয়ায় এখন আর সি,এফ,সি ব্যবহার করা হয় না। ভবনের ভিতরে এই ধরণের সি,এফ,সি বিহীন ইলেক্ট্রো-মেকানিক্যাল যন্ত্রপাতি ব্যবহার করলে পরিবেশের উপর ক্ষতিকারক সি,এফ,সি এর বিরূপ প্রভাব পড়বে না। এছাড়া বাড়ির চারপাশে এবং ছাদে বাগান করতে পারলে ভবনটি যেমন একদিকে দৃষ্টিনন্দন হবে অন্যদিকে ভবনটি প্রাকৃতিক উপায়ে ঠান্ডা থাকবে। যার ফলে কৃত্রিমভাবে এ,সি চালিয়ে ঘর ঠান্ডা করবার প্রয়োজন কম হবে যা অহেতুক জ্বালানী অপচয় থেকে আমাদের কে বাচিয়ে দিবে। বর্তমানে সূর্য রশ্মি কে ব্যবহার করে বিদ্যুত উৎপাদন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করে ভবনের অভ্যন্তরীন কাজে ব্যবহার করা গেলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভরশীলতা অনেক কমে যাবে এবং সেই সাথে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কম হবে।
একটি ভবনের জীবন-চক্রের সবচেয়ে শেষের পর্যায়টি হল ভবনটি ধ্বংস করে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করা। এখানেও আমরা ভবনটি কে সুন্দরভাবে, পরিকল্পিত উপায়ে, পরিবেশের ক্ষতি না করে এবং কম পরিমান শক্তি ব্যবহার করে ভেঙ্গে ফেলতে পারি। এজন্য বর্তমানে প্রকৌশলীগণ নানা ধরণের প্রযুক্তি ব্যবহার করে থাকেন যাতে করে একটি ভবন সম্পূর্ণ সবুজ পদ্ধতিতে ভেঙ্গে ফেলা যায়।
সবুজ ভবন নির্মাণ করতে হলে ভবন নির্মাণের প্রতিটি মূহুর্তে-প্রতিটি কর্মকান্ডে-প্রতিটি উপাদানে-প্রতিটি যন্ত্রপাতিতে সবুজের হাতছানি থাকাটা খুব জরুরী। শুধুমাত্র সেকারণে সব কিছুতে সবুজের ছোঁয়া দেয়া যে কারো একার পক্ষে কখনই সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সবার সবুজ পৃথিবী গড়ার মানসিকতা, সবুজ উপাদান উৎপাদনের একান্ত ইচ্ছা এবং সবুজ ভবন নির্মাণের আন্তরিক প্রচেষ্টা। তাহলেই একেকটি সবুজ ভবন ভবিষ্যত প্রজন্মের কাছে হয়ে উঠবে একেকটি নিরাপদ আবাসস্থল। আর সেভাবে পৃথিবী হয়ে উঠবে পরবর্তি প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য ভুমি। কবি সুকান্তের ভাষায় বলি সেটাই হোক সবার দৃপ্ত অঙ্গীকার,
“চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য ক'রে যাব আমি-
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”
মন্তব্য সমুহ