স্ল্যাবের ডেপথ বা থিকনেস বা পুরুত্ব (এসিআই অনুযায়ি)
Md. Ashraful Haque, 10-Jul-2012
ভিউ : 36295
ব্যবহারের সময় স্ল্যবের ডিফ্লেকশন যেন না হয় সেই জন্য সর্বনিম্ন পুরুত্ব দেয়া দরকার। পুরুত্ব নির্ণয় এর বিভিন্ন সুত্র আছে। এই সুত্র ব্যবহার করে এবং বিভিন্ন ফলাফলের ভিত্তিতে সাধারণ ছক নিচ দেয়া হল। আশা করি আপনাদের কাজে লাগবে।
ভেতরে বীম ছাড়া স্ল্যাবের পুরত্বের ছক:
ইল্ড স্ট্রেস (পি এস আই) | ড্রপ প্যানেল ছাড়া | ড্রপ প্যানেল সম্বলিত | ||||
বাইরের প্যানেল | আভ্যন্তরিণ প্যানেল | বাইরের প্যানেল | আভ্যন্তরিণ প্যানেল | |||
বাহির বীম নাই | বাহির বীম আছে | বাহির বীম নাই | বাহির বীম আছে | |||
৪০,০০০ | L/৩৩ | L/৩৬ | L/৩৬ | L/৩৬ | L/৪০ | L/৪০ |
৬০,০০০ | L/৩০ | L/৩৩ | L/৩৩ | L/৩৩ | L/৩৬ | L/৩৬ |
৭৫,০০০ | L/২৮ | L/৩১ | L/৩১ | L/৩১ | L/৩৪ | L/৩৪ |
তবে খেয়াল রাখতে হবে। টেবিলের সুত্র থেকে পাওয়া পুরুত্ব নিচের থেকে কম হতে পারবে না
১) ড্রপ প্যানেল ছাড়া সর্বনিম্ব পুরুত্ব: ৫ ইঞ্চ
২) ড্রপ প্যানেল থাকলে সর্বনিম্ব পুরুত্ব: ৪ ইঞ্চ
মন্তব্য সমুহ