স্ল্যাবের ডেপথ বা থিকনেস বা পুরুত্ব (এসিআই অনুযায়ি)

Md. Ashraful Haque, 10-Jul-2012
ভিউ : 36295

ব্যবহারের সময় স্ল্যবের ডিফ্লেকশন যেন না হয় সেই জন্য সর্বনিম্ন পুরুত্ব দেয়া দরকার। পুরুত্ব নির্ণয় এর বিভিন্ন সুত্র আছে। এই সুত্র ব্যবহার করে এবং বিভিন্ন ফলাফলের ভিত্তিতে সাধারণ ছক নিচ দেয়া হল। আশা করি আপনাদের কাজে লাগবে।

ভেতরে বীম ছাড়া স্ল্যাবের পুরত্বের ছক:

ইল্ড স্ট্রেস (পি এস আই)ড্রপ প্যানেল ছাড়াড্রপ প্যানেল সম্বলিত
বাইরের প্যানেলআভ্যন্তরিণ প্যানেলবাইরের প্যানেলআভ্যন্তরিণ প্যানেল
বাহির বীম নাইবাহির বীম আছে বাহির বীম নাইবাহির বীম আছে 
৪০,০০০L/৩৩L/৩৬L/৩৬L/৩৬L/৪০L/৪০
৬০,০০০L/৩০L/৩৩L/৩৩L/৩৩L/৩৬L/৩৬
৭৫,০০০L/২৮L/৩১L/৩১L/৩১L/৩৪L/৩৪

তবে খেয়াল রাখতে হবে। টেবিলের সুত্র থেকে পাওয়া পুরুত্ব নিচের থেকে কম হতে পারবে না

১) ড্রপ প্যানেল ছাড়া সর্বনিম্ব পুরুত্ব: ৫ ইঞ্চ

২) ড্রপ প্যানেল থাকলে সর্বনিম্ব পুরুত্ব: ৪ ইঞ্চ

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর