সাটার

Md. Ashraful Haque, 12-Jun-2011
ভিউ : 82312

সাটার হলো কোন কাঠামোর ফর্মওয়ার্ক তৈরির উপাদান। যেমন ধরুন আপনিক একটি কলাম তৈরি করতে চাচ্ছেন। এই কলাম হবে ধরুন ৩ ফুট X ৩ ফুট। এখন এই কলাম কংক্রিট দিয়ে তৈরি হবে। আমরা জানি কাচা কংক্রিট নরম হয়। কিন্তু কিছুদিন পর তা শক্ত হয়। এই কাচা কংক্রিট যেন ঐ কলামের মত আকৃতিতে থাকতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। এই জন্য এই সাটার দিয়ে বাক্স তৈরি করে তার মধ্যে এই কংক্রিট ঢালা হয়। এই সাটার কাঠের তক্তা বা স্টীল এর হতে পারে। * এক্ষেত্রে লক্ষ রাখতে হবেঃ ১। সাটার এর তলা ভালো করে পরিষ্কার করতে হবে। ২। পানি দিয়ে ভাল করে ধুতে হবে। ৩। এর তলা তৈলাক্ত করে নিতে হবে জাতে কনক্রিট লেগে না থাকে।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর