বিভিন্ন মালামালের সাইটে পরীক্ষা

Md. Ashraful Haque, 13-Apr-2001
ভিউ : 97827

মাইল্ড স্টীল:

  • এর গায়ে কোন ক্র্যাক থাকবে না
  • মরিচা থাকবে না
  • ওজন প্রতি ঘনমিটারে ৭৮৫০ কেজি এর কম হবে না
  • একে ৯০ ডিগ্রি বাঁকিয়ে আবার সোজা করলে এর কোন প্রভাব পড়বে না বা ক্র্যাক তৈরি হবে না

সিমেন্ট:

  • ভাল সিমেন্টের রং সবুজাভ গ্রে হবে
  • এর মধ্যে কোন শক্ত পিন্ড থাকবে না, অন্য কোন কিছু মেশানো থাকবে না
  • ব্যাগের মধ্যে হাত দিলে ঠান্ডা অনুভব হবে
  • সামান্য পরিমান সিমেন্ট নিয়ে পানি ভর্তি বালতির পাণির উপর ছেড়ে দিলে কিছুক্ষন পানির উপর সিমেন্ট থাকবে। ছিটানোর সাথে সাথেই নিচে পড়ে যাবে না
  • দুই আঙ্গুলের মধ্যে সিমেন্ট নিয়ে আঙ্গুল ঘষতে খষখসে হবে না, পিচ্ছিল হবে।
  • প্রতি ঘণমিটারে ওজন ১৪৪০ কেজির কম হবে না।
  • ইনিশিয়াল সেটিং বা সাধারণ জমাট  বাধার সময় ৪৫ মিনিটের কম হবে না। শক্ত বা কঠিন হওয়ার সময় ১০ ঘন্টার বেশি হবে না

স্টোন চিপস বা পাথর 

  •  নন-প্লাস্টিক হবে। অর্থাৎ একে চ্যাপটা বা টেনে লম্বা করা যাবে না
  • অর্গানিক বা অন্যান্য বাহিরের কোনকিছু মিশ্রণ থাকবে না
  • ভাল গ্রেডের হতে হবে 
  • প্রতি ঘনমিটারে ওজন ১৬১০ কেজির কম হতে পারবে না
  • ৩% এর বেশি ময়লা হতে পারবে না 

বালি:

  •  কোন জিবাস্ম মিশ্রিত থাকবে না
  • অন্যান্য অপ্রযোজনীয় কোনকিছু মিশ্রন থাকবে না
  • হাতের মুঠে কিছু বালি নিয়ে মুঠের মধ্যে নাড়াতে হবে। এবার মুঠ খুলে বালি ফেলে দিতে হবে। যদি হাতে ময়লা লেগে থাকে তাহলে বুঝতে হবে সেটা ভাল বালি না
  • গ্লাসের মধ্যে কিছু পানি দিয়ে তার মধ্যে বালি মেশাতে হবে। এবার কিছুক্ষন রেখে দিতে হবে। যদি কিছুক্ষন পার বালি তলানিতে যায় এবং পানির উপরিভাগে কোন ময়লা না থাকে, তাহলে বুঝতে হবে বালি ভাল। পানি যদি ঘোলা থাকে তাহলে বুঝতে হবে কাদা বা অন্য কিছু আছে, এবং সেটা ভাল বালি না।

 ইট বা ব্রিকস

  • রং সুন্দর হবে এবং খুব ভালভাবে সমভাবে পুড়তে হবে
  • উপরিভাগে কোন ক্র্যাক থাকতে পারবে না
  • একই ধরণের সাইজ ও আকার হতে হবে
  • ধারগুলি সার্প বা ধারালো বা সুন্দর হতে হবে
  • দুইটা ইট পরষ্পরের সাথে বাড়ি দিলে টংটং শব্দ দিবে
  • ভাঙা ইটের পার্শ্বে কোন ছিদ্র থাকবে না। উজ্জ্বল হবে এবং রং বাইরের মতই হবে
  • কোনকিছু দিয়ে আচড় দিলে আচড় পড়বে না
  • প্রতি ঘণমিটারে ওজন ১৮৫৬ কেজির কম হবে না
  • পানি শোষণ ক্ষমতা ২০% এর বেশি হবে না
  • এক মিটার উচ্চতা থেকে শক্ত কোন কিছুর উপর ফেলে দিলে ভেঙে যাবে না
  • পানিতে ২৪ ঘন্টা চুবিয়ে রেখে তারপর উঠিয়ে কোন ছায়ার মধ্যে শুকাতে দিলে এর গায়ে লবনাক্ততা বা সাদা ছাপ ভেসে উঠবে না

 

 

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর