সিভিল কাজের চুক্তিনামা
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 115000
সিভিল কাজের চুক্তিনামা
প্রথমপক্ষ: নিয়োগদাতা নিডফর ইঞ্জিনিয়ার লি:, কখগ গুলশান, ঢাকা। উহার প্রতিনিধি প্রকৌশলী মো: আশারাফুল হক প্রকল্প সমন্বয়কারী
দ্বিতীয় পক্ষ: সাব কন্ট্রাকটর মেসার্স কখগ , কখগ গুলশান, ঢাকা, যাহার মালিক মো: কখগ
এই মর্মে জানানো যাচ্ছে যে, নিডফর ইঞ্জিনিয়ার এর , গুলশান ক্লাবের, ৪ বেজমেন্ট এবং ২৫ তলা ভবনের সিবিল নির্মান কাজসহ আনুসাঙ্গীক কাজ নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে আপনার প্রতিষ্ঠানের নামে চুক্তি নামা করা হলো।
শর্ত সমূহ:
1. চুক্তিনামা প্রাপ্তির সাত দিনের মধ্যে কাজ শুরু করতে হবে।
2. প্রয়োজনীয় যন্ত্রপাতি (বেলচা,তাগারি,সাবল,কোদাল,বালতি,রড কাটার মেশিন, জি.আই তারকাটা ইত্যাদি) ঠিকাদার সরবরাহ করবে।
3. প্রয়োজনীয় মালামাল ঠিকাদারকে নিজ খরচে গোডাউন/সংরক্সিত স্থান থেকে নিয়ে কাজ করতে হবে।(সর্বোচ্চ দুরত্ব ১৫০ ফুট)
4. কর্তৃপক্ষ কাজের যে কোন স্তরে এবং যে কোন সময়ে উক্ত চুক্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে, যদি কাজের অগ্রগতির অবস্থা ও গুণগত মান এবং ঠিকাদারের কর্মক্ষমতা সন্তোষজনক ন হয় এবং যদি ঠিকাদার উক্ত কার্যাদেশ (Work Order) এর যে কোন শর্ত পালনে অপরাগ / ব্যর্থ হন তাহলে তার ওয়ার্ক অর্ডার বাতিল এবং সিকিউরিটি ডিপোজিট বাজেয়াপ্ত করা হবে। এই জন্য কোন ধরনের দাবী বা আবেদন গৃহীত হবে না।
5. কাজ চলাকালীন সময়ে প্রতিটি কার্য দিবসে ঠিকাদার অবশ্যই নিজে সাইটে অবস্থান করবেন এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে তার নিযুক্ত লোকজন কাজ করবেন। বিশেষ প্রয়োজনে ঠিকাদার নিজের অনুপস্থিতিতে তার নিযুক্ত একজন ফোরম্যান / সুপারভাইজার এর মাধ্যমে কাজ তত্ত্বাবধান করাতে পারবেন। উক্ত ফোরম্যান/সুপারভাইজার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের উপদেশ, পরামর্শ ও দিক নির্দেশনা অনুসারে কাজ করতে বাধ্য থাকবে।
6. ঠিকাদারকে অবশ্যই প্রজেক্টের সাপ্তাহিক মিটিং অথবা যেকোন ধরনের মিটিং এ উপস্থিত থাকতে হবে।
7. ঠিকাদারের প্রতিটা বিল থেকে সর্বমোট বিলে ৫% (শতকরা পাঁচ ভাগ) অর্থ সিকিউরিটি ডিপোজিট হিসাবে কেটে রাখা হবে। যা যেকোন অতিরিক্ত প্রদান অথবা যেকোন ধরনের ত্রুটি বিচ্যুতি ব্যায় সাধনের পর (যদি থাকে) উপরোক্ত সিকিউরিটি ডিপোজিট কার্য সম্পুর্ণ সম্পাদনের তারিখ হইতে ০৬ (ছয়) মাস পর ফেরত দেওয়া হবে।
8. ঠিকাদার কাজের মধ্যবর্তী অবস্থায় যে কোন কারণে কাজ সম্পাদনে অপারগতা প্রকাশ করলে অথবা অন্য কাউকে সাব কন্ট্রাক দিলে অথবা কাজ ফেলে চলে গেলে তবে তার বর্তমান রানিং বিল ও জমাকৃত সিকিউরিটি ডিপোজিট সমুদয় অর্থ বাজেয়াপ্ত করা হবে এবং ওয়ার্ক অর্ডার বাতিল করা হবে।
9. রানিং বিল মাসিক অথবা লক্ষ টাকার উর্ধ্বে সাবমিট করতে হবে যা চেকিং সহ ১৫ (পনের) দিনের মধ্যে প্রদাণ করা হবে।
a. কাজের অগ্রগতি এবং কাজের মান খারাপ হলে
b. ঠিকাদার অথবা ঠিকাদারের লেবার কোম্পানি স্টাফ এর সাথে কোন প্রকার খারাপ আচরণ অথবা অবাধ্য হলে
c. কাজের শর্তসমুহের মধ্যে কোন শর্ত ভঙ্গ করলে
d. কাজের সময় প্রয়োজনীয় সেফটি মেনে কাজ করতে অপারগতা প্রকাশ করলে
e. ঠিকাদার কাজের মধ্যবর্তী অবস্থায় যে কোন অযুহাতে কাজ সম্পাদনে অপরাগতা প্রকাশ করলে অথবা অন্য কাউকে সাব কন্ট্রাক দিলে অথবা কাজ ফেলে চলে গেলে তবা তার বর্তমান রানিং বিল ও জমাকৃত সিকিউরিটি ডিপোজিটের সমুদয় অর্থ বাজেয়াপ্ত করা হবে এবং ওয়ার্ক অর্ডার বাতাল করা হবে।
উপরোক্ত বক্তব্য, ব্যাখ্যাদি সমূহ সম্মখ প্রত্যক্ষ করে এবং উহার অর্থ বুঝে ও অনুধাবন করে সহি প্রদান করলাম