NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

মাটি কাটার সময় লক্ষনীয় কিছু বিষয়

Md. Ashraful Haque 13 Jun, 2002 ভিউ : 13554
মাটি কাটার সময় লক্ষনীয় কিছু বিষয়
  1. পয়:নিষ্কাশন, গ্যাস, ইলেকট্রিক , পানি সরবরাহ বা অন্য কোন দরকারি লাইন জমির মধ্যে দিয়ে আছে কিনা
  2. মাটি কাটার পুর্বে খনন জায়গা ঠিকমত প্রতিরোধক বা নিরাপত্তামুলক ব্যবস্থা নেয়া হয়েছে কিনা
  3. খনন করার জন্য নির্বাচিত স্থানের চতুর্দিকে নিরাপত্তা রেইলিং দেয়া আছে কিনা
  4. খননকৃত মাটি খননজায়গা থেকে কমপক্ষে এক মিটার দুরে রাখতে হবে
  5. ভারি মেশিন খনন জায়গা থেকে কমপক্ষে ছয় মিটার দুরে থাকতে হবে
  6. বিপদ-সংকেত মুলক সাইন বোর্ড থাকতে হবে খনন যায়গার প্রবেশের কাছে
  7. প্রবেশ ও বাহির হওয়ার জায়গা বা রাস্তা থাকতে হবে।
  8. যেই পর্যন্ত খনন করতে হবে, অর্থাৎ গভীরতা ঠিকমত যাচাই করতে হবে, বেশি বা কম যেন না হয়
  9. কোন লুজ মাটি থাকলে তা সরিয়ে ফেলতে হবে