মাটি কাটার সময় লক্ষনীয় কিছু বিষয়
Md. Ashraful Haque, 13-Jun-2002
ভিউ : 13475
- পয়:নিষ্কাশন, গ্যাস, ইলেকট্রিক , পানি সরবরাহ বা অন্য কোন দরকারি লাইন জমির মধ্যে দিয়ে আছে কিনা
- মাটি কাটার পুর্বে খনন জায়গা ঠিকমত প্রতিরোধক বা নিরাপত্তামুলক ব্যবস্থা নেয়া হয়েছে কিনা
- খনন করার জন্য নির্বাচিত স্থানের চতুর্দিকে নিরাপত্তা রেইলিং দেয়া আছে কিনা
- খননকৃত মাটি খননজায়গা থেকে কমপক্ষে এক মিটার দুরে রাখতে হবে
- ভারি মেশিন খনন জায়গা থেকে কমপক্ষে ছয় মিটার দুরে থাকতে হবে
- বিপদ-সংকেত মুলক সাইন বোর্ড থাকতে হবে খনন যায়গার প্রবেশের কাছে
- প্রবেশ ও বাহির হওয়ার জায়গা বা রাস্তা থাকতে হবে।
- যেই পর্যন্ত খনন করতে হবে, অর্থাৎ গভীরতা ঠিকমত যাচাই করতে হবে, বেশি বা কম যেন না হয়
- কোন লুজ মাটি থাকলে তা সরিয়ে ফেলতে হবে