কয়েক ধরণের এ.সি.
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 130909
ডাইকান কোম্পানির ছয় ধরণের এ.সি বেশি পরিচিত
1) ওয়াল টাইপ:
- আকারে ছোট
- বেডরুম বা লিভিং রুমে ব্যবহার করা হয়
সুবিধা সমুহ :
- আধুনিক
- বিভিন্ন ডিজাইনের পাওয়া যায়
- শব্দ কম হয়
- সহজে ইন্সটল করা যায়
অসুবিধা:
- খুব বেশি লোড নিতে পারে না। সারাদিন চলানো যায়না। কেননা এর কয়েল তুলনামুলক ছোট। কয়েল ছোট হওয়ার কারণে ময়লা বেশি জমে।
2) সিলিং বা ফ্লোর টাইপ:
ছোট বা বড় দুই যায়গাতেই ব্যবহার করা যায়। যেমন বেডরুম, কনফারেন্স রুম, অফিস ইত্যাদি
সুবিধা সমুহ :
- ফ্লোর এবং সিলিং দুই জায়গাতেই সেট করা যায়
- যেকোন যায়গাতে লাগানো যায় এবং বাতাসের চলাচল ভাল হয়
অসুবিধা:
- বিভিন্ন ডিজাইন ও রঙের পাওয়া যায় না
3) প্যাকেজ টাইপ, দেখতে ক্যাবিনেটের মত
যেখানো মানুষের চলাচল বেশি সেখানে ব্যবহার করা হয়, যেমন দোকান, টয়লেট ইত্যাদি
সুবিধা সমুহ :
- সহজে লাগানো যায়
- এটা ফ্লোরে ইচ্ছামত বসানো যায় এবং সরানো যায়
অসুবিধা :
- খুব বেশি এরিয়াতে বাসাতের ফ্লো হয় না
4) বিল্ড-ইন টাইপ
যেখানে এসি লুকিয়ে রাখা দরকার বা দৃষ্টি গোচর করা যাবেনা, সেখানে ব্যবহার করা হয়।
ষুবিধা :
- সিলিং এর মধ্যে লুকিয়ে রাখা যায়। ইন্টেরিয়রের জন্য সুবিধাজনক
অসুবিধা সমুহ :
- মেইনটেইন করা অসুবিধা
- ইন্সটল করা তুলনামুলক কঠিন
5)উইন্ডো টাইপ
দেয়ালের মধ্যৈ কেটে এইটা বসানো হয়
সুবিধা :
- কন্ডেন্সিং ইউনিট না থাকার কারণে জায়গা কম লাগে
- রেফ্রিজারেন্ট পাইপ না থাকার কারণে সহজে ইন্সটল করা যায়
- পাইপ না থাকার কারণে তাপ বের হয় না, এর কারণে ঠান্ডা হওয়ার জন্য খুব কার্যকরি
অসুবিধা :
- কম্প্রেসরের কারণে অনেক শব্দ হয়
- দেয়ালে ভাইব্রেশন হয়
6) মুভেবল টাইপ
যেকোন যায়গাতে বসানো যায়
সুবিধা :
- ছোট
- ইন্সটলেশনের প্রয়োজন নেই
- ইনডোর বা আউটডোর দুই জায়গাতেই বসানো যায়।
অসুবিধা :
- শুধুমাত্র ছোট যায়গাতে কার্যকরি