ইঞ্জিনিয়ার বাবা ও তার শিশু সন্তানের কথোপকথন

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 12641

সভ্যতা যন্ত্রচালিত নাকি বিবেকচালিত সেই প্রশ্ন অবান্তর মনে হতে পারে । ছোট্ট ছেলে তার ব্যস্ত ইঞ্জিনিয়ার বাবার কাছে ;;;;

ছেলে : বাবা , তুমি এক ঘন্টায় কত টাকা আয় কর বাবা : (রাগতস্বরে) এটা তোমার জানার বিষয় নয় ।

ছেলে : প্লিজ বাবা , বল না ?

বাবা : মনে কর ১০০ টাকা ।

ছেলে : ওহ ! তুমি কি আমাকে ৫০ টাকা ধার দিত পার ?

বাবা : নিশ্চই তুমি কোন ফালতু খেলনা কেনার জন্য ৫০ টাকা নিতে চাও এবং এই জন্যই তুমি আমার প্রতি ঘন্টার আয় জানত চাচ্ছ বার বার । এসব ফাজলামি রেখে সোজা তোমার ঘরে যাও এবং ঘুমিয়ে পড় ।

ছোট্ট বাচ্চা ছেলেটি ধীরপায়ে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল । তার বাবার রাগ কিছু সময় পর আস্তে আস্তে কমে আসল । বাবা চিন্তা করতে লাগল বাচ্চাটার ৫০ টাকা হয়ত দরকার পড়েছে । কিছু হয়ত কিনবে । কখনও কিছু চায় না । সে বাচ্চা ছেলেটিকে ৫০ টাকা দেবার জন্য তার ঘরে গেল ।

বাবা : বাবা, ঘুমিয়ে পড়েছ ?

ছেলে : না বাবা ঘুমাই নি , জেগে আছি ।

বাবা :আমি তখন হুট করে রেগে গেছি , তার জন্য আমি সরি । এই নাও তোমার ৫০ টাকা ।

ছেলে : ধন্যবাদ বাবা । এরপর সে তার বালিশের তলা থেকে গোছানো আরও মোট ৫০ টাকা বর করে সব টাকা একসাথে করতে লাগল ।

বাবা : তোমার কাছে তো টাকা ছিলই আবার আমার কাছ থেক কেন নিলে ?

ছেলে : আমার কাছে কিছু টাকা জমানো ছিল কিন্তু সেটা তোমার এক ঘন্টা কেনার জন্য যথেষ্ট ছিল না । এখন আমার কাছে ১০০ টাকা আছে । আমি কি তোমার এক ঘন্টা সময় কিনতে পারি বাবা ? কাল অফিস থেক তাড়াতাড়ি ফিরে এস , আমরা একসাথে রাতে খাব ?

( সংগৃহীত)

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর