ফেব্রিকেশনের সময় লক্ষনীয়

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 34195

গ্রীল

  • প্রজেক্ট শেষ হওয়া পর্যন্ত স্যাম্পল গ্রীলটি রেখে দিতে হবে
  • সকল জয়েন্ট ঠিকমত ওয়েল্ডিং করা হয়েছে এবং গ্রিন্ডিং/ঘষে মসৃণ করা হযেছে তা দেখতে হবে
  • জিনক ক্রোমেট প্রাইমেট ব্যবহার করতে হবে, এটা সাধারণ রেড-অক্সাইড থেকে ভাল
  • লাগানোর পুর্বে এর সাইজ এবং ওজন ভালমত দেখে নিতে হবে
  • ড্রয়িং অনুসারে ঠিকমত সোজা থাকতে হবে (উলম্ব ও আনুভুমিক)
  • গ্রীল তিন ইঞ্চি পর্যন্ত দেয়ালের সাথে আটকাতে হবে এবং 1:2:4 কংক্রিট দিয়ে জ্যাম দিতে হবে

দরজার ক্ল্যাম্প

  • দরজার ক্ল্যাম্প সঠিক আছে কিনা দেখতে হবে। সোয়া ইঞ্চি চওড়া এবং ছয় মিলি ক্ল্যাম্প সাধারাণত ব্যবহার হয়ে থাকে
  • শুধু ব্ল্যাক-অক্সাইড স্ক্রু ব্যবহার করতে হবে ফ্রেমের সাথে ক্ল্যাম্প আটকানোর জন্য
  • ড্রয়িং অনুসারে অথবা ক্ল্যাম্পের প্রকৃতি অনুসারে ক্ল্যাম্পের সংখ্যা নির্বাচন করতে হবে

হ্যান্ড রেইল

  • স্যাম্পল রেইল বিল্ডিং শেষ হওয়া পর্যন্ত রাখতে হবে
  • সিড়ির ধাপে টাইলস বা অন্যকিছু ফিনিশিং করার আগে রেইলের বেইজ লাগাতে হবে
  • বেইজ প্লেট তিন ইঞ্চি ভেতরে ঢোকাতে হবে
  • যেখানে রেইল বাঁক নিবে, সেখানে যেন ধারালো বাঁক না হয় খেয়াল রাখতে হবে
  • এর আনুভুমিকতা ও উলম্বিকতা ভালমত পরীক্ষা করতে হবে
  • রেইল দৃঢ় হতে হবে
  • ভালমত ওয়েল্ডিং করতে হবে, এবং ঘষতে হবে
  • জিংক-অক্সাইড দিয়ে প্রাইমার দিতে হবে

 

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর