বিশ্বের সবচেয়ে বসবাসের ব্যয়বহুল শহর
Md. Ashraful Haque, 13-May-2003
ভিউ : 122465
এতোদিন ধরে জাপানের টোকিও শহর ছিল সবচেয়ে ব্যায়বহুল শহর। এখানে থাকা-খাওয়া-চলাচল-কেনাকাটা সবকিছুই ছিল ব্যায় বহুল। কিন্তু এই প্রথম এই ব্যায়বহুল তালিকা থেকে ছিটকে পড়েছে এই শহরটি। এর জায়গাতে দখল করে নিয়েছে সিঙ্গাপুর। ইকোনোমিস্টের জরিপে ১৩১ দেশের মধ্যে সিঙ্গাপুরের স্থান প্রথম। এর পরেই আছে যথাক্রমে
- সিঙ্গাপুর
- প্যারিস
- অসলো
- জুরিক
- সিডনী
- ক্যারাকাস,জেনেভা, মেলবোর্ণ ও টোকিও
- কোপেনহেগেন
আর সবচেয়ে কম ব্যায়বহুল শহরের তালিকাতে আছে
- দামেস্ক ও কাঠমুন্ডু
- নয়াদিল্লী
- করাচী
- মুম্বাই
১৬০ টি দ্রব্য ও সার্ভিসের প্রায় ৪০০ মুল্যের উপর ভিত্তি করে এই তালিকা প্রণয়ন করা হয় বছরে দুইবার। খাদ্য, পানীয়, পোশাষাক, নিজস্ব জিনিষপত্র, বাড়ি ভাড়া, লেখা-পড়া, বিনোদন সহ বিভিন্ন ধরণের বিষয় থাকে এই খরচ হিসাবের তালিকাতে।