বর্জ্যপানি ব্যবস্থাপনা (ই.টি.পি)
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 120673
ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ই. টি. পি) , পানি শোধণের জন্য খুব গুরুত্বপুর্ণ। টেক্সটাইল, টেনারি, ক্যামিক্যাল, ফার্মাসি , ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য এটি বাধ্যতামুলক। পরিবেশবাদীরা এখন এই বিষয় নিয়ে বেশ সক্রিয়।
এই প্লান্ট ধাপে ধাপে কিভাবে কাজ করে তা নিচে দেখানো হলো।
বর্জ্য পানি বিভিন্ন জায়গা থেকে
↓
প্রাথমিক ফিল্টার
↓
ঠান্ডাকরণ এবং মিশ্রণ
↓
এসিড বা ক্ষার দিয়ে নিষ্ক্রিয় করণ
↓
ক্যামিকেল কো-অগুলেশন
↓
তৈল/চর্বি স্থিতিকরণ ও আলাদাকরণ
↓
প্রেসার ফিল্টার
↓
মুক্ত করা বা বের করে দেওয়া
নিচে ধাপগুলির সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হলো
প্রাথমিক ফিল্টার: এই ধাপে পানির সাথের কোন সলিড বা শক্ত আবর্জনা থাকলে তা বেছে ফেলে দেয়া হয়।
ঠান্ডাকরণ ও মিশ্রণ : ফ্যানের সাহায্যে বিভিন্ন ধরণের বর্জ্য পানি একসাথে মেশানো হয় ও বাতাস দিয়ে ঠান্ডা করা হয়
নিষ্ক্রিয়করণ : ঠান্ডা হওয়ার পর এই পানিকে নিউট্রালাইজেশন ট্যাংক এ পাম্প এর সাহায্যে পাঠানো হয়, এই ট্যাংকের মধ্যে এসিড বা ক্ষার দিয়ে নিষ্ক্রিয করা হয়। পি.এইচ মিটার দিয়ে এর মাণ নির্ণয় করা হয়।
কো-অগুলেন্ট: এই পদ্ধতিতে পানিকে কিছুটা জেল এর মত অবস্থায় নেয়া হয়।
সেটল ট্যাংক বা স্থিতিকরণ: বিভিন্ন ধরনের তেল,চর্বি, জিবাস্ম আলাদা করা হয় .
প্রেসার ফিল্টারr: চাপশক্তির সাহায্যে ফিল্টার করা হয়
কার্বণ ফিল্টার: এটি কখনও কখনও ব্যবহার করা হয়, কখনও হয় না
ড্রেইন আউট : পাণি বিশুদ্ধ বা নিরাপদ হওয়ার পর ড্রেনের মাধ্যমে বের করে দেয়া হয়