গ্র্যাব রেইল

Md. Ashraful Haque, 13-Feb-2009
ভিউ : 95065

main-bath-grab-bars

গ্র্যাব রেইল বা গ্র্যব বার বেশ উপকারি ও দরকারি একটি বাথরুম এক্সেসরিজ

আমাদের দেশে এর ব্যবহার নেই বললেই চলে। কিন্তু বিদেশে বেশ ব্যবহার হয় এটি। মুলত বয়স্ক মানুষদের জন্য অথবা দুর্বল মানুষদের জন্য। বসা থেকে থেকে উঠে দাড়ানো বা দাড়ানো থেকে বসা অবস্থায় যাওয়ার জন্য এই গ্র্যাব রেইল ব্যবহার করা হয়ে থাকে।

কোথায় ব্যবহার হয় ?

এটি টয়লেটে ব্যবহার করা হয়। ফ্লোর এর সাথে  অথবা দেয়ালের সাথে এটি লাগানো হয়। ব্যান্ডের গ্র্যাব রেইলও পাওয়া যায়। যেমন ধরুন  কোহলার অথবা গ্রোহি কোম্পানিরও এই গ্র্যাব বার আছে।

কমোড, বাথটাব ইত্যাদির পাশে সাধারণত এই বার ব্যবহার করা হয়।

আমাদের বৃদ্ধ বাবা-মা, দাদা-দাদি-নানা-নানি সহ সকল বৃদ্ধদের কথা চিন্তা করে আমরাও এই গ্র্যাব বার ব্যবহার করতে পারি বা করা উচিত। 

বৃদ্ধদের প্রতি সম্মান ও দ্বায়িত্ব প্রদর্শণ করা আমাদের কর্তব্য

 

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর