কংক্রিট এর চাপশক্তি পরীক্ষা

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 102196

শক্ত হওয়া কংক্রিট এর চাপ শক্তি বা চাপ সহ্য সীমা জানার জন্য এই পরীক্ষা করা হয়। এটি শক্ত কংক্রিট এ করা হয়। এটি খুব সাবধানে করা হয়। ভুল তথ্য অনেক বড় সমস্যার কারণ হতে পারে।

ল্যাবরেটরিতে এই পরীক্ষা করা হয়। সাধারণত মেগাপ্যাসকল বা পি.এস.আই তে মাপ নেয়া হয়। ২৮ দিনে কংক্রিট এর চাপ সহ্য ক্ষমতা কত তা জানার জন্য এই পরীক্ষা করা হয়।

চাপ পরীক্ষা বা সিলিন্ডার টেষ্ট

সিলিন্ডার (১০০ মি:মি: ব্যাস x ২০০ মি:মি: উচ্চতা অথবা ১৫০ মি:মি: ব্যাস x ৩০০ মি:মি: উচ্চতা ) তবে ছোট সাইজটি বেশি ব্যবহুত হয় কারণ এর ওজন কম এবং পরীক্ষা খরচ বড়টার চেয়ে কম (বুয়েট পরীক্ষাগারে)

  1. ছোট কুর্ণি
  2. গুলি-মাথা ১৬ মিলি রড (৬০০ মি:মি: লম্বা)
  3. স্টীল পাত

 

এই পরীক্ষার ধাপগুলি

  1. সিলিন্ডারটি পরিস্কার করতে হবে। এবং ভেতরে পাতলা করে তৈল এর প্রলেপ দিতে হব। এর পর এটিকে পরিস্কার, সমতল ও শক্ত কোথাও স্টীল পাতের উপর বসাতে হবে।

  2. পরীক্ষার জন্য প্রয়োনীয় পরিমান কংক্রিট নিতে হবে (যেই কংক্রিট পরীক্ষা করতে হবে তা থেকে)

  3. অর্ধেক অংশ কংক্রিট দিয়ে ভরাট করতে হবে। এবার রড দিয়ে ২৫ বার গুতা দিতে হবে।

  4. উবু-উবু করে বাকি অংশ ভরাট করতে হবে এবং ২৫ বার গুতা দিতে হবে অর্ধেক এর উপর পর্যন্ত

  5. মাথা সমান করতে হবে ( সিলিন্ডার এর মাথা থেকে বাড়তি কংক্রিট ফেলে দিতে হবে।

  6. ঠান্ডা এবং শুকনা জায়গাতে কমপক্ষে ২৪ ঘন্টা রাখতে হবে যাতে করে সেট হতে পারে এবং অব্যশই তারিখ, সময় এবং নাম্বার দিয়ে রাখতে হবে।

  7. সিলিন্ডার থেকে কংক্রিট নিয়ে ল্যাব এ পাঠাতে হবে।

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর