বার্জার ক্র্যাক ভরাট পেষ্ট

Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 14353

ক্র্যাক ভরাট পেষ্ট

ভেতরের ও বাহিরের প্লাষ্টার ক্র্যাক ফিলিং এর কাজে ব্যবহার হয়।

এর সংগে কোনও কিছু মেশাতে হয় না। সরাসরি ক্র্যাক ফিলিং এ ব্যবহার করা যায়। 

যে সকল জায়গাতে ব্যবহার করা যাবে

৫ মিলিমিটার পর্যন্ত ক্র্যাকে এটি ব্যবহার করা যাবে। 

ব্যবহার বিধি

তেল,গ্রীজ, ময়লা ইত্যাদি পরিস্কার করতে হবে

ক্র্যাক পরিস্কার করতে হবে, কোনাগুলি পরিস্কার হতে হবে। এতে জমানো পানি থাকা চলবে না। 

ক্র্যাক সার্ফেস ভালভাবে শুকিয়ে নিতে হবে। 

হেয়ারলাইন ক্র্যাক অবশ্যই ১ মিলিমিটার পর্যন্ত করতে হবে। 

ক্র্যাকের মধ্যে পুর্বে থেকেই কোনও পুটি থাকলে তা সরিয়ে ফেলতে হবে। 

পোরাস/ ছিদ্র-ছিদ্র সার্ফেস/ তলাতে ১:১ অনুপাতে পানির সাথে মিশিয়ে প্রাইমার করতে হবে। এরপর একটু জমাট বাধলে পেষ্ট দিতে হবে, খেয়াল রাখতে হবে প্রাইমার পুরোপুরি শুকানো যাবে না। 

ভালভাবে ক্র্যাকের মধ্যে পেষ্ট ভালভাবে ঢুকিয়ে দিতে হবে। এর পর প্লাস্টার সার্ফেস ভালভাবে লেভেল করে দিতে হবে। 

বন্ধ করার সময় যেন কোনও প্রকার বাবল বা ছিদ্র না থাকে

ভাল ফল পাওয়ার জন্য কমপক্ষে সাত দিন কিউরিং করতে হবে

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর