প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্যসমুহ নিম্নরুপ
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 39001
- উৎকৃষ্ট মানের ইট বা প্রথম শ্রেণীর ইট আকারে সুষম্। এর তলগুলো সমান,কিনার ও কোণগুলো সুক্ষ্ণ এবং পাশগুলো সমান্তরাল।
- এগুলোর বাংলাদেশী মানসম্মত পরিমাপ (240X112X70) মিমি থেকে একটু কম-বেশি হতে পারে।
- উৎকৃষ্ট ইটের কাঠিন্য এমন যে এতে নঁখ বা ছুড়ি দিয়ে আঁচর কাটা যায় না।হাতুরি দ্বারা আঘাত করলে ঝনঝন শব্দ হয়।