একটি কন্সট্রাকশন প্রজেক্ট এর আত্ম কাহিনী-০১

Md. Ashraful Haque, 11-Nov-2001
ভিউ : 17583

আমি একটি প্রজেক্ট। আমার নিজস্ব একটি সত্ত্বা আছে বলেই আমি একটি প্রজেক্ট। আপনারা জানেন যে পৃথিবীর প্রতিটি প্রজেক্ট অদ্বিতীয়। আমিও এর ব্যতিক্রম নই। আমি কন্সট্রাকশন কাজের সাথে জড়িত। তাই আজ নিজেকে জাহির করছি আজ এইখানে। তা না হলে অন্য কোথাও করতাম।

যেহেতু আমি একটি প্রজেক্ট তাই নিজের সম্পর্কে বলতে আমার একটু সময় লাগবে। আমি চেষ্টা করব নিজের সম্পর্কে মাঝে মাঝেই কিছু বলতে। তবে বলার ভঙ্গি হয়ত খুব ভাল হবে না, কেননা আমি খুব ভাল বক্তা যেমন নই, তেমনি কোন ভাল লেখকও নই। তবে আমার চরিত্র ভাল। আমার কিছু গুনাগুন সম্পর্কে নিচে বলা হলো

১. আমার অবস্থান বাংলাদেশের রাজধানি ঢাকাতে

২. আমার ১৬ টি তলা আছে যার ৩ টি তলা মাটির নিচে এবং ১৩ টি মাটির উপর

৩. বর্তমানে বাংলাদেশের একটি বড় প্রপার্টিজ কোম্পানি আমার স্রষ্টা

৪. আমি যেইখানে তৈরি হব সেখানে আগে ৩ তলা একটি বিল্ডিং ছিল বর্তমানে আর নেই

আর বেশি কিছু বললাম না। আমি আমার জন্ম থেকে লেখা শুরু করব। আমার জন্ম হয়ে গেছে। এখন আমি একেবারে শিশু পর্যয়ে। শিশু পর্যায় বললে ভুল হবে, ভ্রণ পর্যায়ে। আমি প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছি। আর এই বড় হওয়ার সময় আমার চারিদিকের বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।

আপনাদের আগ্রহ, উৎসাহ এবং উপদেশ আমার জিবনী লিখতে আরও বেশি সহায়ক হবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।

আমি মনে প্রাণে আরও বিশ্বাস করি আপনাদের মুল্যবান মতামত শুধু আমার লেখাকেই সমৃদ্ধ করবে না, বরং আমার জিবনকেও আরও উন্নত করবে।

আজ এই পর্যন্ত বলেই বিদায় নিচ্ছি ধন্যবাদ

মন্তব্য সমুহ

সাম্প্রতিক কমেন্ট
  • তাহলে এটা কি পানিতে ভাসে ?
  • I need question
  • https://drive.google.com/file/d/1jfI45yGzk7of5jDXODfVNmZvgPS7E7aR/view?usp=sharing
Similar Calculations
আর্কাইভ

মাস বছর