NEED4ENGINEER.COM , ২০১১ সাল থেকে অলাভজনক ভাবে নির্মাণ কাজের বিভিন্ন বিষয় নিয়ে সেবা দিয়ে যাচ্ছে

একটি কন্সট্রাকশন প্রজেক্ট এর আত্ম কাহিনী-০২

Md. Ashraful Haque 17 Nov, 2012 ভিউ : 63826
একটি কন্সট্রাকশন প্রজেক্ট এর আত্ম কাহিনী-০২

১ম অংশ http://need4engineer.com/content/168

আজ আবার শুরু করলাম নতুন করে।

আমার অবস্থান যেখানে, তার আশেপাশে কিছু বিল্ডিং আছে। এর মধ্যে ১২ তলা একটি, ৬ তলা একটি, ১ তলা ইটের বাড়ি আছে। সামনের দিকে রাস্তা। যেহেতু মাটির নিচে ৩ তলা থাকবে, তাই এখানে সেই পরিমান মাটি কেটে ফেলতে হবে। মাটি কেটে ফেলা হলে আশে-পাশের বিল্ডিং ভেঙ্গ পড়তে পারে। সেইজন্য চারিদিক দিয়ে শোর পাইল করা হয়েছে।

শোর পাইল হলো শোর বা তীর কে পাহারা বা টিকে রাখার জন্য পাইল। এই ধরনের প্রায় ২০০ টি পাইল আছে আমার মধ্যে। এগুলি লম্বাতে প্রায় ৪৮ ফুট এবং ব্যাস ২৪ ইঞ্চি। দুই পাইল এর মাঝে ৬" ফাকা আছে।

এই পাইলগুলি আছে জমির চারপাশ দিয়ে। তবে একেবারে সিমানা বরাবর না। সিমানা থেকে কিছু জায়গা রেখে। আমার মাটির নিচে যত অংশ জুড়ে থাকবে তার সংলগ্ন আছে এই পাইলগুলি। অর্থাৎ রিটেইনিং দেয়াল যেই বরাবর হবে তার বাইরের দিকে আছে এই পাইলগুলি।