একটি কন্সট্রাকশন প্রজেক্ট এর আত্ম কাহিনী-০২
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 63702
১ম অংশ http://need4engineer.com/content/168
আজ আবার শুরু করলাম নতুন করে।
আমার অবস্থান যেখানে, তার আশেপাশে কিছু বিল্ডিং আছে। এর মধ্যে ১২ তলা একটি, ৬ তলা একটি, ১ তলা ইটের বাড়ি আছে। সামনের দিকে রাস্তা। যেহেতু মাটির নিচে ৩ তলা থাকবে, তাই এখানে সেই পরিমান মাটি কেটে ফেলতে হবে। মাটি কেটে ফেলা হলে আশে-পাশের বিল্ডিং ভেঙ্গ পড়তে পারে। সেইজন্য চারিদিক দিয়ে শোর পাইল করা হয়েছে।
শোর পাইল হলো শোর বা তীর কে পাহারা বা টিকে রাখার জন্য পাইল। এই ধরনের প্রায় ২০০ টি পাইল আছে আমার মধ্যে। এগুলি লম্বাতে প্রায় ৪৮ ফুট এবং ব্যাস ২৪ ইঞ্চি। দুই পাইল এর মাঝে ৬" ফাকা আছে।
এই পাইলগুলি আছে জমির চারপাশ দিয়ে। তবে একেবারে সিমানা বরাবর না। সিমানা থেকে কিছু জায়গা রেখে। আমার মাটির নিচে যত অংশ জুড়ে থাকবে তার সংলগ্ন আছে এই পাইলগুলি। অর্থাৎ রিটেইনিং দেয়াল যেই বরাবর হবে তার বাইরের দিকে আছে এই পাইলগুলি।
মন্তব্য সমুহ