সি.বি.আর (ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও) টেষ্ট
Md. Ashraful Haque, 17-Nov-2012
ভিউ : 28039
সংজ্ঞা:
মাটির ভার বহন ক্ষমতা জানার জন্য এই পরীক্ষা করা হয়। ক্যালিফোর্নিয়া হাইওয়ে ডিপার্টমেন্ট এই পদ্ধতি আবিস্কার করে। এটি স্ট্যান্ডার্ড উপাদান ও সাইটের উপাদানের মধ্য নির্দিষ্ট আকারের পিষ্টন ঢোকাতে প্রয়োজনীয় বলের অনুপাত। এটি শতকরা আকারে প্রকাশ করা হয়। রাস্তা নির্মাণের জন্য মাটির ক্ষমতা জানার জন্য এই পরীক্ষা। প্রাকৃতিক বা কমপ্যাক্টেড মাটিতে এই পরিক্ষা করা হয়।
ব্যবহুত যন্ত্রপাতি:
সি.বি.আর পরীক্ষা পদ্ধতি:
রাস্তা বা উড়জাহাজ এর রাস্তার সাবগ্রেড সয়েল, সাব সয়েল এবঙ বেইজ কোর্স উপাদানের ডিজাইনের জন্য সবচেয়ে বেশি ব্যবহুত পদ্ধতি।
ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের জন্য এই পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহুত হয়।
মন্তব্য সমুহ