সিভিল প্রশ্ন ব্যাংক-০২
Md. Ashraful Haque, 16-Dec-2008
ভিউ : 116137
১১। প্রতি ঘনমিটার বিটুমিন এর ওজন কত?
উত্তরঃ ১০৪০ কেজি।
১২। মাটির ভার বহন ক্ষমতার একক কি?
উত্তরঃ কেজি/বর্গমিটার।
১৩। শুকনা এবং দৃঢ়বদ্ধ মোটা বালি বিশিস্ট মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা কত?
উত্তরঃ ৪.৫ কেজি/বর্গ সেন্টিমিটার
১৪। মাটির ভার বহন ক্ষমতা নির্ণয়ের জন্র টেষ্ট সিলিন্ডার পদ্ধাতি কোথায় ব্যবহৃত হয়?
উত্তরঃ কাদা ও বেলে মাটি অনেক গভীর পর্যন্ত বিস্তৃত থাকিলে সে ক্ষেত্রে যেমন: ব্রীজ, টাওয়ার, বাঁধ ইত্যাদি)।
১৫। টেষ্ট সিলিন্ডার পদ্ধতির জন্য কত ব্যাসের দুইমুখ খোলা ফাঁপা লোহার পাইপ ব্যবহৃত হয়?
উত্তরঃ ১ থেকে ১.৫ মিটার।
১৬। মাট তদন্ত এর পদ্ধতিগুলো কি কি.
উত্তরঃ মাটি তদন্ত এর পদ্ধতি সমূহ-
১) পরিদর্শন (Inspection)
২) গর্ত পরীক্ষঅ বা ওপেন প্রায়াল পিট (Test Pit)
৩) শলাকা পদ্ধতি (Probing)
৪) ছিদ্র পরীক্ষা (Boring)
ক) আগর বোরিং (Auger boring)
খ) ওয়াশ বোরিং (Wash boring)
গ) পারকুশন বোরিং (Percussion boring)
ঘ) কোর ড্রিলিং (Core Drilling)
ঙ) টেষ্ট সিলিন্ডার (Test Cylinder)
৫। জিও ফিজিক্যাল পদ্ধতি (Geo Physical method)
ক) সিসমিক রিফ্রাকশন (Seismic refraction)
খ) ইলেকট্রক্যাল (Electrical resistivity method)
৬ । সাব সারফেস সাইন্ডিং (Sub surface sounding)
১৭. মাটি তদন্তের জন্য Probing পদ্ধতিতে যে ষ্টীল বার ব্যবহার করা হয় তার ব্যাস কত?
উত্তরঃ ২৫-৪০ মিমি।
১৮। কাদা মাটি অথবা বেলে মাটি সাধারণত ইমারত নির্মাণ করার জণ্য কোন পদ্থতিতে সাব সয়েলের বৈশিষট্য পরীক্ষা করা সুবিধা জনক?
ক) পোষ্ট হোল আগর পদ্ধতি
খ) ওয়াস বোরিং পদ্ধতি
গ) জিও ফিজিক্যাল পদ্ধতি
ঘ) কোর ড্রিলিং পদ্ধতি
১৯। কত মিটার গভীরতা পর্যন্ত আগর বোরিং পদ্ধতি স্বচ্ছন্দে ব্যবহার করা যাইতে পারে?
উত্তরঃ ১৫মিটার।
২০। নরম মাটি, কঠিন মাটি, সংশক্তিপূর্ণ মাটি এং মিহি বালির ক্ষেত্রে মাটি তদন্ত এর পদ্ধতিগুলোর মদ্যে কেনটি প্রযোজ্য?
উত্তরঃ আগর বোরিং।
মন্তব্য সমুহ